যখন মধ্যরাতে দপ করে নিভে যায় চাঁদের আলো,
গুনগুন করে গেয়ে ওঠে জলনূপুর।
নিঃস্ব অবসাদ !
স্মৃতিতে জমে থাকে আল্পনাআঁকা শৈশব , সন্ধ্যার
মুখশ্রী
দাউদাউ পুড়ে যাওয়া দিগ্বিদিকহীন জোনাক
বুকের প্রপাতে ঝরে পড়ে।
কিছু অন্তরাল থাকে
গোপন ভারে ,
কিছু কথা সুখময়
ফিসফাস।
সেসব রাতে বৃষ্টিসেতার বাজে না , বরং
মন্থর পাখসাটে নেমে আসে কিছু নক্ষত্রঝিলিক।
অশ্রুপতনের অপেক্ষায় ঘুম নেমে আসে
অনেকদূরে মিলিয়ে যাওয়া অপেরার শেষ দৃশ্যে !
অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।