বেশ কিছুদিন ধরে চেস্টা করছি পশু-পাখিদের ছবি তুলতে।তুলতে গিয়ে খেয়াল করলাম আমি আসলে ওদের আর ল্যান্ডস্কেপের ছবি তুলতেই বেশি পছন্দ করি।আজন্ম ঢাকায় বেড়ে উঠায় আসলে বন্য প্রানী কিছুই দেখিনি শুধু রাস্তার পাশে উপচে পড়া ভাগাড় ঘাটতে থাকা পাতিকাক আর হাড় জিরজিরে নেড়ী-খেকি কুকুরগুলো ছাড়া। প্রবাসে প্রথম ঘুঘু পাখি চিনতেও অনেকটা সময় লেগেছিলো। সেই শুরু ওদের সাথে আমার সখ্যতা।
১।
মাছরাঙ্গা
২।
Kestrel শিকার ধরার আগ মুহূর্তে!।বাতাসে প্রায় স্থির অবস্থায় ভেসে থেকে শিকারকে অনেকটা সময় ধরে ফলো করে।পরে একদম মিসাইল বেগে ঝাপিয়ে পরে।
৩।
আলিঙ্গন।
৪।
একদিন পাহাড়ে ট্রাকিং করতে গিয়ে এই পেঁচার দেখা পেয়েছিলাম। ইয়া বড় বড় চোখ করে কিভাবে যে দেখছিলো!।
৫।
black cockatoo.
6.
সুমাত্রান বাঘ। বলা হয়ে থাকে যে বাঘ গোত্রীয় প্রানীদের মধ্যে সবচেয়ে বেশী হিংস্র। আজ মানুষের হাতে মরতে মরতে প্রায় বিলুপ্ত।
৭।
গিরগিটি; বহুরুপি শিকার করা আর শিকার হতে বাচার জন্যে।
৮।
Seagull.
9.
১০
আমাজনিয়ান প্যারোট। দেখতে বেশ বড়সড়।
১১।
Green Vine Snake(বাংলা নামটা জানিনা)
ক্যামেরাঃক্যানন ৬০০ডি+ কিট লেন্স।
স্থানঃ ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯