যে লোক গুলি নিজেদের মুক্তমনা বিজ্ঞানমনস্ক দাবি করে নিজেদের নাস্তিক জাহির করার চেষ্টা করছে আসলেই কি তারা তা ? গত ক’দিন এমন কয়েক জনের লেখা পড়ে আমার কাছে তা মনে হয়নি । প্রচলিত অর্থে নাস্তিক হলো যারা আল্লাহ, ভগবান, গট বা ইশ্বরকে বিশ্বাস করে না । তাদের ভাষায় এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে । এই দুনিয়াকে কেউ নিয়ন্ত্রন করে না । তারা আধুনিক বিজ্ঞান দিয়ে তাদের কথা গুলি প্রমান করার চেষ্টা করে ।বিখ্যাত দাসনিক ফ্রান্সিস বেকান বলেছেন ‘বিজ্ঞানে অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে, আর বিজ্ঞানে গভীর জ্ঞান আপনাকে ইশ্বরে বিশ্বাসী করবে’।কিন্তু দুঃখের বিষয় হলো এই নাস্তিক দাবীদারদের বিজ্ঞানে অল্প জ্ঞানও নাই । আসলে তারা নাস্তিকই না । তারা হলো শুধু ইসলাম ধর্ম বিরোধী । তাদের বেশির ভাগ লেখাই নবী মোহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে । একজন প্রকৃত নাস্তিক সৃষ্টি কর্তাকে নিয়ে কথা বলবে, কোন বিশেষ ধর্ম নিয়ে তাদের চুরকানী থাকার কথা নয় । ধর্মীয় জীবন থেকে বের হয়ে নাস্তিকতার মুখোশে বেহায়াপন্নাই এই নাস্তিক দাবীদারদের প্রধান লক্ষ । আর এই জন্যেই তাদের লেখা গুলি অশ্লীলতায় ভরফুর থাকে । এই বিজ্ঞানমস্ক মুক্তমনাদের যদি বিজ্ঞান সর্ম্পকে বিন্দু মাত্র ধারনা থাকতো তা হলে তারা আলবার্ট আইনস্টাইনে ‘ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ’ এই তত্তটি অন্তন্ত মেনে চলতো ।
অন্য দিকে আস্তিকদাবীকারীরা তো সারা বিশ্বে ইসলামী মৌলবাদী বা জঙ্গি নামে পরিচিত হয়েছেন বহু আগেই । নবী মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিকারীদে এরা নাস্তিক বলে ঘোষনা করে । কিন্তু তাড়া নিজেরা কতটুকু নবী মোহাম্মদ (সাঃ) এর অনুসারী তা কি কখনো ভেবে দেখেছে? ইসলাম ধর্মের কথিত চার ঈমামকে অনুসরন করার মাধ্যমে মুসলমানদের একাধিক ভাগে ভাগ করে তারা কি নবীজিকে অপমানিত করছে না ? বাংলাদেশে কত প্রকার ইসলাম ধর্মের অনুসারী আছে, এই মৌলবাদীরা কি কখনো হিসাব করেছেন ? জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, তাবলীগ জামাত, আট রশি, চরমোনাই, দেওয়ানবাগী সহ হাজারো মতবাদ। একেক গ্রুপের একেক তরিকা । আল্লাহ এক, নবী মোহাম্মদ (সাঃ) একজন, পবিত্র কুরআন একটি, তা হলে এত বিভক্তি কেন ? এই প্রশ্নটি কি কখনো করেছেন চাপাতি হাতে কথিত নাস্তিকদের কোপানো আস্তিক দাবিদাররা ? নাকি সৌদি, পাকিস্থান হয়ে আসা ইহুদিদের টাকায় চলা আলিসান জীবন-যাপনের অভ্যস্ত বড় হুজুরের নির্দেশে হুকুম পালন করে যাচ্ছেন এই ইসলামী মোনাফেকেরা। যারা নবী মোহাম্মদ (সাঃ)কে অনুসরন না করে অন্য ঈমাম বা পীর সাহেবকে অনুসরন করে চলছে, আমি তাদের মৌলবাদী বা জঙ্গি বলি না, মোনাফেক বলি । কারন তারা মুসলমান হয়েও অন্য ঈমাম বা বড় হুজুর/পীরকে অনুসরন করে নবীজির সাথে মোনাফেকি করছে ।
মুক্তিযুদ্ধের উপর ভর করে মুক্তমনা বিজ্ঞানমনস্ক নাস্তিক দাবীদাররা ইসলাম ধর্মে বিরুদ্ধে লিখে লাইম-টাইমে আসার চেষ্টা করছে তেমনি ইসলাম ধর্মে উপর ভর করে আস্তিক দাবীদার একাধিক মোনাফেকি গ্রুপ রাষ্ট ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে ।
এই মোনাফেক আর কথিত নাস্তিকদের কাছ থেকে আমাদের প্রিয় মাতৃভুমিকে রক্ষা করতে সবাইকে সজাগ থাকতে হবে । ধর্ম যার যার, রাষ্ট সবার, এই তত্তে সবাইকে চলতে হবে । তাহলেই ধর্ম এবং রাষ্ট, দুটোই সুরক্ষিত থাকবে । ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:০০