ইসলাম ধর্মে শহীদ
• আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দীক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্যে রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের ও আমার নিদর্শন অস্বীকারকারী তারাই জাহান্নামের অধিবাসী হবে। (Al-Hadid: 19)
• আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না। (Al-Baqara: 154)
আল্লাহর রাহে যারা নিহত হন তাদের শহীদ বলা হয়, নীচের হাদিসটি তার প্রমান –
হযরত আবু হুরাইরা (রা) বর্ননা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন : শহদি ৫ প্রকারের (১) আকষ্মিক দুরযোগে মৃত্যুবরনকারী, (২) পেটের রোগে মৃত্যুবরনকারী, (৩) পানিতে ডুবে মৃত্যুবরনকারী, (৪) দেয়ালের নীচে চাপা পড়ে মৃত্যুবরনকারী, (৫) এবং আল্লাহর পথে যুদ্ধে শাহাদাত বরণকারী । (বুখারী ও মুসলিম)
উইকিপিডিয়া অনুসারে:
• শহীদ হল কুরআনিক আ্যারাবিক শব্দ – তাই এটাতে মুসলমানদেরই স্বত্তাধিকারিই বেশী বলা চলে।
• খ্রীষ্টান, সাউথ এশিয়ান হিন্দু আর শিখরা এই শব্দ ব্যবহার করেন সমমানের শব্দ খুজে না পেয়ে। তাহলে তারা কুরআনিক শব্দ ব্যবহার করছেন।
এখন প্রশ্ন থেকেই যায় যে জিয়ার রহমানকে শহীন কোন ধর্ম অনুসারে বলা হয । আর যারা জিয়ার রহমানকে শহীদ বলে তারা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শহীদ বলে না । যদিও দুজনই সেনা বাহিনীর হাতে নিহত হয়েছেন ।
এখান থেকেই বুঝা যায় বিএনপি তাদের প্রতিটি ক্ষেত্রে ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে যাচ্ছে বছরের পর বছর ধরে । আর এই কাজে তাদের সবর্দায় সহয়োগীতা করে যাচ্ছে দেশের কিছু দাড়ি-টুপি পড়া ভন্ড আলেম নামের খবিশরা ।
যে ব্যাক্তি নিজ পত্নীকে পর্দায় মধ্যে রাখতে পারেনি। তাকে কি করে শহীদ বলা য়ায় ?
এরপরেও যারা জিয়ার রহমানকে শহীদ বলেন, তাদের গাধা বলা ছাড়া আর কোন শব্দ মানায় কি ?
আসুন, ইসলাম ধর্মের সঠিক বাণী প্রচার করে বিএনপি জামায়াত আর ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করি ।