ফিনিক ফোঁটা জোছনা ঝরানো রাতে
শেষক্ষণেতে বিদায়ী নৈশভোজ,
মায়াবী আলোয় নিবদ্ধ দৃষ্টিতে
চোখের তারায় হারানো স্মৃতির খোঁজ।
উন্মাদনার উচ্ছ্বাস নেই ঠোঁটে
বিষন্নতার ফেনিল সাগর বুকে।
শুধু জানি, দূরত্ব প্রয়োজন
ভীরু বুকে তাই বিদায়ী আয়োজন।
আজ থেকে শেষ কথার পিঠে কথা
অভিমানী চোখ খুঁজে পাবে পেলবতা।
নেই অভিযোগ, অভিলাষ নেই বাকী
হৃদয় খাতায় জমা থাক কিছু ফাঁকি।
চলে গেলে তুমি মৃদু হেঁটে ধীর পায়
দৃষ্টি তোমাতে, যতদূরে চোখ যায়।
ফিরবেনা জানি, না ফিরো - এটাই চাই;
জীবন অদ্ভুত! আমি আছি, তুমি নাই!
মৃদু হাত নেড়ে বিমূর্ত, বিদায়...।
ভুল বুঝে গেছো, দুঃখ এটাই, হায়!
ময়ূরকণ্ঠী আকাশে দ্বাদশী চাঁদ,
এই নিশীথের একাকী সাক্ষী থাক।
রূদ্ধশ্বাসে বিষ পেয়ালায় চুম।
ভালো থেকো প্রিয়, আমি চোখে মাখি ঘুম।
ছবিস্বত্বঃ Robert Jahns.
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৩