এসো, নীরবতার ছন্দে পা মিলিয়ে
চুপচাপ পাশাপাশি হাঁটি দু'জন।
সবুজের আঁচল পাতা নরম কোমল ঘাস
আজ নাহয় শিশিরে ভেজাক রুক্ষ নগ্ন পা।
নীড়ে ফেরা পাখির ডানায় চোখ রেখে
অন্তত: একটিবার মুচকি হাসুক দগ্ধ দুটি মন।
হাতটা বাড়িয়ে একবার ছুঁয়ে দিয়ে দেখ -
কথা দিচ্ছি, কক্ষনো গাইবোনা রিমঝিমে বৃষ্টির গান।
এলোকেশের মৌ ঘ্রাণে নাক ডুবিয়ে দেখ -
কাশফুলে গাল ছুঁয়ে কোনদিনও স্পর্ধা করবোনা ওম নেবার।
শুধু একটিবার, একই ছন্দে হেঁটে দেখ আজ;
সব সাধ পূর্ণতা পাবে
পৌষী লেপের উষ্ণতায় মুখ ঢাকা ঘুমে।
হাতের মুঠোয় আঙুলের শিহরণ সুর তুলে,
সিঁদুরে মেঘের পানে চোখ বুজে
একটিবার চোখের জল লুকোবার সুযোগ দাও আমায়।
গোধূলির সোনা ঝরা আলোয় দমবদ্ধ মেঘ
নিত্যদিন কার-ই বা ভালোলাগে আর!
এক জীবনের সময় স্বল্পতায়
কতটাই বা বিকেল আসে বলো?
ছবিসত্ব : সাবরিনা রাসেল।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯