যেতে চাইলে -
চলে যেতে পারো বহুদূরে।
যতটা দূরে গেলে হারিয়ে যেতে পারবে দিগন্তরেখায়।
উড়ে যেতে পারো স্কাইলার্ককে সাথে নিয়ে
আরো উঁচুতে সুদূর কোন মেঘ প্রদেশে।
নাহয় ডুব দিয়ে ভেসে যেও অতল সাগর নীলে,
ঝিনুক ভেলায় চেপে জলপরীদের জলসায়।
বন্দীত্বের দমবদ্ধ ভালোবাসায় বিশ্বাস নেই আমার।
যারা বলে চোখের আড়াল মানেই মনের আড়াল হওয়া,
তাদের উপর রাগ হয় আমার, জানো!
ওরা গড়তে জানেনা পাথুরে হৃদয়ে প্রিয় মুখের ভাস্কর্য।
যারা বলে সারাটিক্ষণ থাকো শুধু স্পর্শের ভেতর;
তাদের জন্যও মায়া হয় আমার।
আমি সহ্য করতে পারিনা ডানাঝাপটানো বন্দী পাখির তীব্র হাহাকার।
আমিতো বলবো, তুমিও উড়ে বেড়াও গাছে গাছে।
বাবুই পাখির কাছে দীক্ষা নাও কিভাবে সামান্য খড়কুঁটো দিয়ে
গড়ে তোলা যায় স্বর্গের চেয়েও সুখের একটি ঘর।
আপত্তি নেই যদি ভ্রমর হও তুমি।
ফুলে ফুলে হোঁচট না খেলে
যাচাই করবে কিভাবে খাঁটি মধু পরাগের স্বাদ?
ঝড় হতে চাও? বেশ তো!
সবকিছু লন্ডভন্ড করে দিয়ে
তারপর নাহয় জয় করে নিও শান্ত স্নিগ্ধ সকাল।
তবুও কখনো পিছু ডেকে বলবোনা -
তুমি আমার হও!
একটি বারের তরেও কেঁদে সাধবোনা -
দয়া করে ফিরে এসো!
আমি শুধু চাই,
তুমি মনের গভীরে বিশ্বাস করো -
তোমার জন্য আমি আছি।
আমি ছিলাম এবং থাকবো ঠাঁয় দাঁড়িয়ে ;
ঠিক যেখানটায় তুমি রেখে চলে যাবে আমায়।
অভিমানী, অহঙ্কারী অথবা জেদি
যে নামেই তুমি ডাকোনা কেন আমাকে;
আমার বিশ্বাস শুধু ভালোবাসার গভীরতায়।
ছবিসূত্র : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ রাত ১২:০০