দেশকে ভালোবেসে যদি দেশের একটা ভালো কাজেও আসতে পারি,দেশের রাস্তাঘাটে পরে থাকা একটা শিশুর মুখেও যদি দুইবেলা ভাত দিতে পারি.। নিত্যদিন ঘটে যাওয়া একটা দুনীর্তির প্রতিবাদও যদি করতে পারি,তবেই আমাদের আজকের এই বিজয়ের স্বাদ আমরা প্রকৃত অর্থে পেতে পারি। আমার এই কথাটা শুনে হয়ত অনেকেই বলবে মিথিলা তুমি নিজেই কেন পদক্ষেপটা নিচ্ছোনা..?আমি আমার সামান্যতম ক্ষমতায় চেষ্টার কোন ত্র্র্রুটি করিনি।কিন্তু সাহায্যের সময় হাত বাড়িয়েও দেখেছি..অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে -আমি বেশীরভাগ মানুষের মুখের কথা ছাড়া আর কিছুই পাইনি।
আজ থেকে অনেক বছর আগেই আমরা একটা স্বধীন দেশ পেয়েছি ঠিকই,কিন্তু প্রকৃত অর্থে আমরা কি বিজয়ের স্বাদ পেয়েছি কখনো!!?? আমরা স্বাধীন দেশে বাস করেও পরাধীনতার বেড়াজালে বন্দী এক অথর্ব প্রানী গোষ্ঠী।যারা নিজেরা এই জাল থেকে বেরোতে চেষ্টা করিনা,পারিনা আর হয়তো পারবনাও কোনদিন।
আর কতদিন এমন পরাধীন হয়ে বাচঁতে হবে???স্বাধীনতার এত বছর পরেও আজ আমাদের মনে কেনো এই প্রশ্ন?
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:২১