প্রলাপ
আমি...
কাউকে চিনি না,
কেউ চেনেনা আমায়।
চেনা অচেনার এই সমীকরণে,
অন্তর্জালে অমোঘ দিশা হাঁড়ায়।
এবার কোন নাবিক নেই,
পথ চেয়ে নেই বনলতা।
শুধু আছে কিছু অপ্রস্তুত শব্দদের,
ইতস্ততঃ সুর খোঁজা।
গল্পের আড়ালের গল্প খোঁজা,
আছে, অবাস্তব বাস্তবতা।
সাথী সম সাথী মম,
একটি স্পর্শের হারানো উষ্ণতা।
কি ছাই পুরনো সব গপ্পো!
ওসব ছিল অলীক উপাখ্যান।
তবে তো এই... বাকিটুকু পড়ুন