ঘুমের মধ্যে গল্পপরীর আগমন ... হাসির রেখা জেগে ঊঠে ঠোটের ঈশানকোণে...
ঘুমপরিঃ আচ্ছা সোহান তুমি কি আমাকে পছন্দ করবে
আমিঃ কেন করবোনা বল , কি সুন্দর তোমার ডানা, আমার বহুদিনের স্বপ্ন
ইকারাসের মত ডানা লাগিয়ে আকাশে উড়বার,উপর থেকে সবকিছু একবার দেখবার , ভীতু মানুষ , সাহস করে উঠতে পারিনি ,মোম গলে যদি পরে যাই
.........
পরীঃ আচ্ছা তুমি কি আমায় ভালবাসবে ??
আমিঃ কেন বাসব না ?, তোমার মত মানুষের স্বপ্নে হানা দিয়ে বেড়াতে চাই , ভিতরের নীপাট চরিত্রটাকে চিনতে চাই...
পরিঃ কতটুকু ভালবাসবে, আমায় ?
আমিঃ প্রশ্ন অবান্তর , আপেক্ষিকতার বিষয়, যদি বলি এটমের সমান
হয়ত তুমি রাগ করবে , কিন্তু ভেবে দেখ ইলেকট্রন গুলার কথা ,এটাই ওদের বিশ্বব্রহ্মাণ্ড। যদি বলি পৃথিবী সম ,জানি খুশি হবে , কিন্তু ভেবে দেখ ইউনিভার্সের কাছে এটম তুল্য ...
পরিঃ তুমি কি আমার আকাশের তারা হবে ?
আমিঃ না,সম্ভব হবেনা ...
পরীঃ ম্লান কন্ঠে কিন্তু কেন ?
আমিঃ তারারা বড্ড দূরে থাকে , সংখ্যায় একাধিক , আমি বায়ুর মত তোমার আস্টেপিষ্টে থাকতে চাই , আমাকে ছাড়া একমুহূর্ত টিকতে পারবেনা.........
পরীঃ তুমি কি শুধুই আমায় ভালবাসবে ?? চাঁদ যেভাবে শধু পৃথিবীর ??
আমিঃ ক্ষানিক ভেবে ......উহু পারবনা ... শুধু তোমায় ভালবাসতে পারবনা
পরীঃ কিন্তু কেন, সোহান ?
আমিঃ ভেবে দেখ , চাদের টানে পৃথিবীতে জোয়ার-ভাটার সৃষ্টি হয় , প্রবল টান ।
কিন্তু তুমি মঙ্গল,সূর্যের সাথে টান একদম উড়িয়ে দিতে পারবেনা।
যে কোনটার আকর্ষণে খানিক ভারসাম্যহীনতা মহাদুর্যোগের ঘন-ঘটা নিয়ে আসতে পারে...
পরীঃ আহ তোমার সাথে কথা বলা বড্ড ঝামেলে , বড্ড প্যাচাও তুমি...
আমিঃ কি জানি হয়ত তোমার সাথে আমার মেলেনা , মোড়ের চা-মামার সাথে কথা বড্ড সহজ, সহজেই বুঝে নেয় আমায় ... বসতে না বসতেই চা নিয়ে হাজির ...
তুমি ঘুমাও সোহান আমি যাই
ঘুমের আলস্যে বিদায় বলা হয়না ...
শেষ সময়ে ঘুমপরি ফিসফিস করে বলে যায় “একাই ভাল থাকো তুমি ,কাউকে জড়িয়োনা , তুমি কষ্ট পাবে ; তার শান্তিতে ব্যঘাত ঘটাবে”
আমি হেসে বলি “পরম নিশ্চিন্তে থাক তুমি”
বরংবার স্বপ্নের রিসাইকেল ঘটে , অবিনশ্বর পলিথিনের মত , স্বপ্নেরা সহজে পচে না, স্বপ্নেরা হারায় না , হারিয়ে যেতেও দেয়না ,স্বপ্নেরা বড্ড গোলমেলে..