ইলমা ভাবে মনুষ্যজীবন বড়ই অদ্ভুত
সূচনা সাড়ম্বরে হয় , চাকচিক্যে স্মৃতিবিজড়িত , সবাই উদযাপনে অমর করে রাখতে চায় দিনটাকে ... সুখের সাগরে অবগাহন করে স্মৃতির মানসপটে জীবনটাকে ধরে রাখতে চায় ...
বিদায়বেলাও কাটে আড়ম্বরে , দুঃখ ভারকান্ত কিন্তু আনুষ্ঠানিকতার কমতি নেই , বিলাসের ও কমতি নেই , আজকাল গোরস্থান ও আর্থ-সামাজিক পজিসন নির্ণায়ক , এসবের সাথে থাকে মেকি কান্নার আয়োজন , গভীরে খেলা চলে সব ভাগবাটোয়ারা, রাতের কুয়াশার মত বুর্জোয়া সমাজ নিজ স্বার্থে নানা ধোঁয়াশার প্রস্তাবনা চলে , বিভিন্ন মাইনাচ ফরমুলা একে সংযুক্ত হয় অগ্রজ-অনুজের মাঝে ,চলে স্বার্থের দ্বন্দ্ব।
মাঝের সময়টা ঝাঞ্চা-বিক্ষুদ্ধ , বিবর্ণতায় কুয়াশায় ঘেরা , আশা-নিরাশার দোদুল্যমান পেন্ডুলামের সাওয়ারি ,রঙের চোয়ায় উল্লসিত হতে সবাই ছোটে অর্থের পিছনে নানা অনর্থক কর্মকাণ্ডের সাথে,
যৌবোনের বিপ্লব শেষ বয়সে অর্থলোলুপতার রুপ নেয় , বড় কুৎসিত সে রুপ , ছোট বেলায় পরিশ্রমে আধমরা হয় বড় বেলায় ডাক্তার ; ইঞ্জিনিয়ার ;ম্যাজিস্ট্রেট , মাঝবয়সে তকমা জোটে
রক্তচোষা ; ঘুষখোর । সেলুকাস সেলুকাস , মানবজীবন সার্কাস ।
দুজনের নৈতিকতার স্বল্পতা বয়ে বেড়ায় দুর্নাম গোটা সম্প্রদায় ...
মৃত্যুতে প্রহসনের অবতারণা ঘটে , খুনি দাবি করে "দু-চারটে খুন করলে কিছু হয় না "
R . I . P মানবতা ; মনুষত্য .................. ধিক্কার নিজেকে , নিজেদেরকে ............
সব শেষে চিন্তা করে সে পাখি হবে পাখি , মুক্ত আকাশে স্বাধীনতার স্বাদ আস্বাদন করবে ......