ইউটিউব থেকে ভিডিও সরাসরি মোবাইলের স্টোরে ডাউনলোড করা যায় না। যা করা যায় সেটা অফলাইনে দেখার জন্য। তবু অনেক ভিডিওর সেটাও করা যায় না। অনেকে ভিডিও ডাউনলোড করতে চান কিন্তু পারেন না। তাদের জন্য এই পোষ্ট।
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য অনেক থার্ডপার্টি এপস আছে। কিন্তু কোনটাই প্লেস্টোরে পাওয়া যায় না। আবার অন্য কোন সাইট থেকে পাওয়া গেলেও বেশির ভাগই পেইড এপস। এছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য আরও কিছু ট্রিকস এবং টিপস আছে, যা ফলো করে ভিডিও ডাউনলোড করতে ব্রাউজার সম্পর্কে আপনার ভাল ধারনা থাকতে হবে। আমি যেটার কথা বলব, এটা ফ্রি এবং খুব সহজ একটা এপ। তেমন জটিলতা নেই এবং নেট চালু অবস্থায় বিজ্ঞাপনের কোন ঝামেলা নেই। এই এপটা দিয়ে আপনি ভিডিও ছাড়াও যে কোন ভিডিওর mp3 ফরম্যাটে অডিও ডাউনলোড করতে পারবেন। এই এপে সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাওয়া যায়।
এপটি এই লিংকে ঢুকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। এবার এপটি চালু করে বের হয়ে আসুন।
ইউটিউব থেকে যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটি প্লে করুন। ভিডিওর শেয়ার অপশনে গিয়ে শেয়ার করুন।
দেখবেন আপনার মোবাইলে ভিডিওটি যেখানে যেখানে শেয়ার করা যায় সব গুলো অপশন দেখাবে। ইউটিউব ডাউনলোডারে শেয়ার করুন।
এরপর ভিডিও কোয়ালিটি এবং সাইজের অনেক গুলো অপশন দেখাবে। আপনি যেটি চান, সেটি সিলেক্ট করুন। আমার হিসেবে মার্ক করা অপশনটি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লের জন্য যথেষ্ট।
DOWNLOAD HERE সিলেক্ট করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে।
প্রথম ব্যবহার করার সময় কিছু মেসেজ বক্স আসবে। সব গুলো আনচেক করুন। নয়ত বারবার মেসেজ গুলো আপনাকে বিরক্ত করবে।
যদি অডিও ডাউনলোড করতে চান তবে মার্ক করা অপশনটি সিলেক্ট করলে প্রথমে একবারই একটি ffmpeg কোডেক ডাউনলোড চাইবে। সেটি ডাউনলোড করতে দিন। এরপর আপনার নির্ধারিত ফাইলটি ডাউনলোড হতে শুরু করবে।
ডাউনলোড করা সব ফাইল পাবেন মোবাইলের ইন্টারনাল স্টোরের ডাউনলোড ফোল্ডারে।
একটা নির্দিষ্ট পরিমান ডাউনলোড হওয়ার পর ডেভেলপার আপনার কাছে ডোনেশন চাইবে। সম্ভব হলে ডেভেলপারকে কিছু ডোনেট করবেন। না করলে নাই। এটা বাধ্যতামূলক না।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮