somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম ধর্মাবলম্বী শিল্পীদের কর্ম ও দর্শন নিরাপদ নয় তাদের উত্তরপুরুষের কাছেই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব কাছের একজন লালনভক্ত বাউল তার নিজ গ্রামে একটা আশ্রম করেছেন। আশ্রম প্রতিষ্ঠায় সামাজিক ও রাজনৈতিক বাধা ছিল। পুলিশ, ডিসি, মন্ত্রী, সাংবাদিক এইসব নানা ঝক্কি-ঝামেলা করে আশ্রমটি প্রতিষ্ঠা করতে হয়েছে তাকে। সে-গল্প আরেকদিন বলব।

গত ত্রিশ বছরে বাউলের গ্রামের বেশিরভাগ মানুষ ওয়াহাবী হয়ে গেছে। তিনি বাড়ি গেলেই তার এক ওয়াহাবী বন্ধু এসে তাকে বলেন, ‘বন্ধু গান বাজনা খুব খারাপ কাজ, বয়স হয়েছে, এসব ছেড়ে নামাজ-কালাম ধরো। আল্লাহর পথে আসো।’

এই ওয়াহাবী বন্ধুর বাবা আবার শিল্পী ছিলেন, গান গাইতেন। বাবার মৃত্যুর পর সব বাদ্যযন্ত্রও বিসর্জন দিয়েছেন।

বাউল তাকে বলেন, ‘আপনার বাবা একজন ভালো মানুষ ছিলেন না?
ওয়াহাবীর উত্তর, ‘ছিলেন।’

‘আপনি কি বিশ্বাস করেন যে আপনার বাবা খারাপ কাজ করবার পারে? আপনার বাবা তো গান-বাজনা করতেন, তিনি কি খারাপ কাজ করছেন?’
ওয়াহাবী বন্ধুটি থতমত খেয়ে যান। কিন্তু ওয়াহাবীর পথ ত্যাগ করেন না, একইভাবে বাউলকে উত্যক্ত করেন।

এই যে একজন শিল্পীর সন্তান ওয়াহাবী হয়েছেন এবং অন্যকে ওয়াহাবী করার চেষ্টা করছেন। এটা এই অঞ্চলের চরম নিষ্ঠুর বাস্তবতা। আজকে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিজবুত তাহেরীর, আনসারুল্লাহ বাংলার মতো স্বাধীনতাবিরোধী-মানবাধিকার লঙ্ঘনকারী খুনি-জঙ্গিদের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, এই উচ্ছ্বসিত জনতার সবার পূর্বপুরুষ কিন্তু এরকম ওয়াহাবী ছিল না। মুসলমান হবার পরও এদের অনেকেরই পূর্ব-পুরুষ বাউল, কবি, পালাকার, যাত্রাশিল্পী, যন্ত্রশিল্পী, বায়স্কোপশিল্পী, পুতুলনাচশিল্পী ছিলেন। আজ থেকে ত্রিশ বছর আগেও পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না।

অধিকাংশ মুসলমান শিল্পীর উত্তরপুরুষেরা শিল্পীর আদর্শের পথে থাকে না। এই তো কিছুদিন আগে চাইমব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেলেন। মৃত্যুর পর তার স্ত্রী ফেইসবুকে লিখেছেন- ‘আমার ছেলে ১২ বছর বয়স থেকে নামাজ পড়ে, মাশাল্লাহ, এই ছেলের গানের গলা থাকা সত্ত্বেও গান না শিখে কোরআন শিখেছে। এই ছেলে বাবাকে নামাজ পড়তে বলতে বলতে হতাশ হয়েছে।’

খালিদের বেশি দূর্ভাগ্য যে তার মৃত্যুর পরে নয়, তার জীবদ্দশাতেই তার পুত্র গোল্লায় গেছে! শিল্পীর সন্তান শিল্পী হবে এমন নিশ্চয়তা নেই, তাই বলে নিজের পূর্বপুরুষ ও তার কর্মকে ঘৃণা করবে! হ্যাঁ করে, কারণ এটাই ইসলামী সংস্কৃতি। নবী মুহাম্মদ নিজের পিতা-মাতাসহ পূর্বপুরুষদের জাহান্নামী বলেছেন!

আজকে ঢাকায় কিংবা গ্রামে থেকে ইসলাম ধর্মাবলম্বী যারা শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করছেন, এই যে অনেক কবি-শিল্পীকেই দেখছি যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীর জাতীয় সংগীত পরিবর্তনের কথার প্রতিবাদ করছেন, তাদের বেশিরভাগেরই উত্তরপুরুষ ওয়াহাবী হবে, হবেই। ওই যে বললাম এটা এই অঞ্চলের নিষ্ঠুর বাস্তবতা, ইতিহাস তাই বলে। আপনি যদি শিল্পী হিসেবে অনেক সৃষ্টি রেখেও যান, আপনার এক বা দু-চার প্রজন্ম পরের উত্তরপুরুষ তা মনে রাখবে না, আপনার কর্ম সংরক্ষণ করবে না, কারণ সে জানবে আপনি ইসলামবিরোধী কাজ করেছেন, আপনি জাহান্নামী। কারণ- ইসলামে সংগীত, নৃত্য, বাদ্যযন্ত্র, ভাস্কর্য, চিত্রকলা সব হারাম! হয়তো দু-চারটি ব্যতিক্রম ঘটনা ঘটবে।

ভারতের বিখ্যাত সানাইশিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খাঁ’র নাতির নাম- নাজরে হাসান, সে তার দাদুর চারটে সানাই বিক্রি করে দিয়েছিল মাত্র সতের হাজার রূপিতে। রুপায় বাঁধানো ওই সানাইগুলির মধ্যে একটি বিসমিল্লাহ খাঁ বিশেষ কোনো অনুষ্ঠানে বাজাতেন। বাকি তিনটি তিনি উপহার পেয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, কংগ্রেস নেতা কপিল সিব্বল আর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কাছ থেকে। অবশ্য সংবাদ পেয়ে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সানাইগুলো উদ্ধার করেছিল। নাতি নাজরে হাসানকেও গ্রেফতার করেছিল।

নিশ্চিতভাবেই সংগীতের প্রতি নাজরে হাসানের কোনো অনুরাগ বা শ্রদ্ধা-ভক্তি ছিল না, দাদুর প্রতিও নয়। আমার ধারনা সে ওয়াহাবী। শুধু সে নয়, বিসমিল্লাহ খাঁ’র উত্তরপুরুষের আরও অনেকেই হয়ত ওয়াহাবী, নইলে সংগীতপ্রেমিরা উত্তরপ্রদেশের বারাণসীর বেনিয়াবাগ এলাকার ভিখম সাহ লেনে অবস্থিত বিসমিল্লাহ খাঁ’র বাড়িটি তার নামে মিউজিয়াম করতে চাইলে উত্তরপুরুষরা তড়িঘরি সেই বাড়িটি কেন ভেঙে ফেলল, কেন সেখানে শপিং কমপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিলো? আহা, ওস্তদ বিসমিল্লাহ খাঁ’র স্মৃতি বিজরিত বাড়ি, অনেক লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েও তিনি যে বাড়ি আঁকড়ে পড়ে ছিলেন, যে বাড়ির কক্ষে বসে সানাইয়ে তুলতেন মধুর সুর, যেখানে ছিল তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, পুরস্কার, ছবি, আরও কত কী!

আপনি একজন শিল্পী? ইসলাম ধর্মাবলম্বী? নিশ্চিতভাবেই জেনে রাখুন- আপনার উত্তরপুরুষ হবে ভবিষ্যতের নাজরে হাসান কিংবা হেফাজতের মামুনুল হকের! যারা সংগীত, চিত্রকলা, ভাস্কর্যকে ঘৃণা এবং ধ্বংস করবে। ধ্বংস করবে আপনার কর্ম, আপনার দর্শন এবং আপনাকেও! মৃত্যুর পর আপনার আবারও মৃত্যু হবে, নৃশংসভাবে! ইসলাম ধর্মাবলম্বী শিল্পীদের কর্ম ও দর্শন নিরাপদ নয় তাদের উত্তরপুরুষদের কাছেই, সুতরাং আপনার কর্ম ও দর্শনের নিরাপত্তায় করণীয় কী তা আপনি-ই ভাবুন।



ঢাকা
৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষাঙ্গনে অপ্রীতিকর ঘটনার মুল দায় কুৎসিত দলীয় লেজুরভিত্তিক রাজনীতির

লিখেছেন ঢাবিয়ান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

সোস্যাল মিডিয়ার এই যুগে সবাই কবি, লেখক, বুদ্ধিজীবি সাজতে চায়। কিন্ত কেউ কোন দ্বায়িত্বশীলতার পরিচয় দিতে রাজী নয়। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটা মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । এই... ...বাকিটুকু পড়ুন

কোমলমতিদের নিয়ে আমি কি বলেছিলাম?

লিখেছেন সোনাগাজী, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪



আমি বলেছিলাম যে, এরা ভয়ংকর, এরা জাতিকে ধ্বংস করে দেবে।

ড: ইউনুসের সরকারকে, বিশেষ করে ড: ইউনুসকে এখন খুবই দরকার; উনাকে টিকিয়ে রাখতে হলে, কোমলমতিদের থামাতে হবে; কিভাবে... ...বাকিটুকু পড়ুন

পিটিয়ে মানুষ মারার জাস্টিফিকেশন!

লিখেছেন সন্ধ্যা প্রদীপ, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

এদেশে অনেক কিছুই সম্ভব।বর্তমান এলোমেলো সয়য়ে যা সম্ভব না বলে মনে করতাম তাও সম্ভব হতে দেখেছি।তবে মানুষকে কয়েক ঘন্টা ধরে পিটিয়ে মারাকে ইনিয়েবিনিয়ে জাস্টিফাই করা যায় এটা ভাবিনি।তাও মেরেছে কারা?
একদল... ...বাকিটুকু পড়ুন

আসন্ন দুর্গাপূজা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত গভীর ষরযন্ত্র লিপ্ত। মুর্তি ভাঙ্গা,আগুন বিস্ফোরণ ও বোমা হামলা হতে পারে তাই দেশবাসীর সর্তক থাকুন।

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৪


পিনাকী ভট্টাচার্য ও বললেন ভারত ভেঙ্গে ১০ টুকরা হওয়ার পথে। যাদের বিন্দুমাত্র ভূ-রাজনৈতিক জ্ঞান আছে তারা এই একই কথা বলবে৷ আমি সেটা পিনাকীর আগেই বলেছিলাম। যাদের দিল মে হিন্দুস্তান তারা... ...বাকিটুকু পড়ুন

আহা তোফাজ্জল

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪




মৃত্যু এখন এমনি সহজ
ভিডিও করতে করতে;
কথা বলতে বলতে
ভাত খেতে দিতে দিতে;
কনফিউজড করতে করতে
মেরে ফেলা যায়।

যার এই দুনিয়ায় কেউ অবশিষ্ট নাই
এমন একজনরে!
যে মানসিক ভারসাম্যহীন
এমন একজনরে!
যে ভবঘুরে দিক শূণ্য
এমন একজনরে!
যে... ...বাকিটুকু পড়ুন

×