রাষ্ট্র আমাকে শাসন-শোষণে পিষে ফেললে
কিংবা বিনা অপরাধে গুলি ক’রে মারলেও
আমি কখনও নিজেকে ‘রাজাকার’ ব’লে স্লোগান দেব না
কারণ আমি জানি, রাজাকার মানে কী।
রাজাকার মানে- সোহাগপল্লীর নারীদের সিঁথির সিঁদূর মুছে ফেলা অকালের হড়পা বান
রাজাকার মানে- সারা বাংলাদেশের অসংখ্য নারীর পরনে বিষাদের সাদা থান।
রাজাকার মানে- অসংখ্য শিশুর শৈশব লুট, অপরিপক্ক কাঁধে সংসারের জোয়াল।
রাজাকার মানে- লুণ্ঠনকারী, খুনি, ধর্ষক, গণহত্যাকারী
রাজাকার মানে- নিজের মা-বোনকে অন্যের শয্যায় পাঠানো এক পাষণ্ড জানোয়ার।
রাষ্ট্রের শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমার মাতৃভাষায় আছে-
সূর্যের মতো উত্তাপময় বিপুল শব্দভাণ্ডার
রাজাকার তো রৌদ্রকরোজ্জ্বল সভ্যতায় নেমে আসা ঘুটঘুটে অন্ধকার!
ঢাকা
১৫ জুলাই, ২০২৪
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৭:০৮