
আমার একটা বদঅভ্যাস আছে। আমি বই কিনে পড়ি। অন্যের কাছ থেকে বই এনে পড়ার রেকর্ড খুবই কম। সবসময়ই বই সংগ্রহে রাখার চেষ্টা করি। এমনকি কারো কাছ থেকে বই নিয়ে পড়লেও চেষ্টা করি বইটি সময়সুযোগ মত কিনে ফেলতে।
তাই, বইমেলা আমার কাছে ঈদের চেয়েও বেশি আনন্দের। আর একুশের বইমেলার জন্য তো আমি রীতিমত উদগ্রীব হয়ে থাকি। এবারের বইমেলায় আমি প্রায় দিনই গিয়েছি। যখনই যেটা ভাল লেগেছে, কিনে নিয়েছি। আমার অর্থনৈতিক সমস্যা বরাবরই আছে। কোন শার্ট বা প্যান্ট কেনার ক্ষেত্রে আমার মধ্যে একটা কিপ্টা-কিপ্টা ভাব চলে আসে; কিন্তু বই কেনার ক্ষেত্রে এই ভাবটা কেন যেন আমার মধ্যে কাজ করে না।যাই হোক, ধান ভানতে অনেক শিবের গীত গাইলাম। এবার আমি বেশ কিছু বই কিনেছি। এর মধ্যে কয়েকটা পড়াও শেষ করেছি। বলে রাখি, আমি হুমায়ূন আহমেদ এবং জাফর ইকবালের একজন একনিষ্ঠ ভক্ত। তাই তাদের বইগুলো কেনার চেষ্টা করি। আমি যে বইগুলো কিনেছি, সেগুলো এখানে লিখে দিলাম। একই সাথে যেগুলো পড়েছি, তার একটি ছোট নোট দিচ্ছি--
১. হিমুর মধ্যদুপুর--- হুমায়ূন আহমেদ
হিমুর সবগুলো বই-ই আমি পড়েছি। এটিও পড়েছি। খারাপ না। যথারীতি পাগলামি টাইপের লেখা।
২. বলপয়েন্ট--- হুমায়ূন আহমেদ
৩. আজ দুপুরে তোমার নিমন্ত্রণ--- হুমায়ূন আহমেদ
বইটিতে কয়েকটি গল্প রয়েছে। সবগুলো গল্পই ভাল লেগেছে। তার মধ্যে পঙ্গু হামিদ, আলাউদ্দিনের ফাঁসি, আজ দুপুরে তোমার নিমন্ত্রণ গল্পগুলো বেশি ভাল লেগেছে।
৪. মানবী---হুমায়ূন আহমেদ
এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। এখানেও যথারীতি দেখানো হয়েছে যে বিজ্ঞানের চরম উৎকর্ষের ফলে মানবজাতি ধ্বংশ হয়ে যাবে।
৫. চক্ষে আমার তৃষ্ণা--- হুমায়ূন আহমেদ
বেশ মজার একটি বই। প্রধান চরিত্র তরু নামের একটি মেয়ে। তার হঠাৎ উপন্যাস লেখার ইচ্ছে জাগে। সেই উপন্যাস লেখাকে কেন্দ্র করেই ঘটনা এগিয়ে যায়। শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়ে উপন্যাস লেখার ইচ্ছের যবনিকাপাত ঘটে।
৬. উঠোন পেরিয়ে দুই পা--- হুমায়ূন আহমেদ
এটি একটি ভ্রমণবিষয়ক বই। এখানে তিনটি পূর্বপ্রকাশিত ভ্রমণবিষয়ক লেখা যথা- হোটেল গ্রেভারইন, মে ফ্লাওয়ার এবং দেখা-না-দেখা এবং আরো কিছু ছোট লেখা স্থান পেয়েছে। বইটি পড়ে অনেক কিছুই জানলাম। বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে মজাচ্ছলে অনেক কিছু জেনেছি।
৭. ইকারাস--- মুহম্মদ জাফর ইকবাল
৮. মেয়েটির নাম নারীনা--- মুহম্মদ জাফর ইকবাল
৯. আধুনিক ঈশপের গল্প--- মুহম্মদ জাফর ইকবাল
১০. অক্টেপাসের চোখ--- মুহম্মদ জাফর ইকবাল
১১. দানব--- মুহম্মদ জাফর ইকবাল
এটিও এক ধরনের বৈজ্ঞানিক কল্পকাহিনী। তবে ঘটনা এগিয়েছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। প্রধান চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র। তার কিছু অলৌকিক ক্ষমতা থাকে। এক পর্যায়ে সে বঙ্গপোসাগরের উপর্কূলে শয়তানের সাথে মুখোমুখি হয়। ভালই লেগেছে। বিশেষ করে উপন্যাসের প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন যোগদান করা শিক্ষক সম্পর্কে মনের মত কিছু কথা বলা হয়েছে।
১২. শ্রেষ্ঠ গল্প--- সৈয়দ শামসুল হক
১৩. পিতা ও পুত্র--- ভেরা পানোভা
১৪. রম্য লেখকের বিশ্ব-পরিক্রমা--- আতাউর রহমান
এই বইটির অধিকাংশ নিবন্ধ প্রথম আলো পত্রিকাতেই পড়েছি। এটি মূলত আতাউর রহমান-এর "দুই দে গুণে পাচঁ" কলামগুলোর সংকলন। পড়ে দেখতে পারেন বিভিন্ন দেশ সম্পর্কে অনেক কিছু জানা যাবে।
১৫. মানসিক সমস্যার গল্প--- আনোয়ারা সৈয়দ হক
বইটি পড়েছি। অনেকগুলো সত্য ঘটনার সংকলন। শুধু এটুকুই বলব বইটি পড়ে আমার নিজেরি মানসিক রোগী হবার মত অবস্থা হয়েছে।
১৬. দেশ-বিদেশের লোকগল্প--- কবীর চৌধুরী
১৭. পাস্টোরাল সিম্ফনি--- আঁদ্রে জিদ/ কবীর চৌধুরী
১৮. আলেকজান্ডার সলঝেনিৎসিনের মাত্রিয়োনার বাড়ি ও অন্যান্য গল্প--- কবীর চৌধুরী
১৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান: সহজ পাঠ--- মোহাম্মদ গোলাম রাব্বানী
কারো যদি বাংলাদেশ সংবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা নেয়ার ইচ্ছে থাকে, আমি তাকে এই বইটি পড়ার জোর সুপারিশ করছি। অসাধারণ একটি বই। খুবই সহজ-সরল ভাষায় সংবিধানের ব্যাখ্যা দেয়া হয়েছে।
২০. ওকালতি ও জজিয়তি জীবনের জলরেখা--- মোহাম্মদ গোলাম রাব্বানী
২১. দ্যা রেইপ অব বাংলাদেশ--- অ্যান্থনী মাসকারেণহাস
২২. আঁতেঘালেকচুয়াল--- আহসান হাবীব
২৩. মার্কসবাদের প্রথম পাঠ--- হায়দার আকবর খান রনো
২৪. ডিক্রি জারি--- মো: আবদুল হামিদ
২৫. অপরাবাস্তব--- সামহোয়্যারইন... ব্লগ গল্প সংকলন ২০০৮
২৬. পূর্ণতা সন্ধানে আমেরিকা--- এলান ব্রিঙ্কলি
এই বইটি এখনো পড়িনি। তবে বইটি কিনেছি বাংলা একাডেমি থেকে। এটিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ ইতিহাস লেখা আছে। প্রায় ১২০০ পৃষ্ঠার বই। অথচ দাম মাত্র ২৭০ টাকা। স্টক শেষ হবার আগে কিনে নিতে পারেন।
২৭. শ্রেষ্ঠ গল্প--- হাসান আজিজুর হক
২৮. গুড আর্থ--- পার্ল এস বাক্
২৯. নির্যাতিত ও অভিশপ্ত--- রবার্ট পেইন
৩০. বারমুডা ট্রায়াঙ্গল--- ভবেশ রায়
৩১. প্রজাতির উৎপত্তি--- চার্লস রবার্ট ডারউইন
৩২. জলেস্থলে বনেবাদাড়ে--- মেসবাহউদ্দিন আহমেদ
৩৩. ইতালো কালভিনোর গল্প--- কাওসার হুসাইন
৩৪. আবু ইব্রাহীমের মৃত্যু--- শহীদুল জহির
এবার বইমেলা থেকে আমার পড়া শ্রেষ্ঠ উপন্যাস। খুবই খারাপ লাগছে লেখকের অকাল প্রয়াণের জন্য আমরা তাঁর কোন উপন্যাস পাব না। আমি বইটি পড়ে এত ভক্ত হয়ে যাই যে পরের দিনই তার অন্য দুটো বই কিনে নিয়ে আসি।
৩৫. ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প--- শহীদুল জহির
৩৬. মুখের দিকে দেখি--- শহীদুল জহির
৩৭. বাড়ি থেকে পালিয়ে--- শিবরাম চক্রবর্তী
শিবরাম চক্রবর্তীর এটিই কোন বই যা আমি প্রথম পড়েছি। খুবই মজা পেয়েছি বইটি পড়ে। একটি ছোট্ট বালকের বাড়ি থেকে পালিয়ে কলকাতা ভ্রমণ নিয়ে বইটি লেখা হয়েছে। এক কথায় চমৎকার! এই বইটি পড়ার পরে আমি চিন্তা করেছি হায়াৎ মামুদের সম্পাদনায় শিবরাম চক্রবর্তীর সব লেখা নিয়ে যে বইটি বেরিয়েছে, সেটিও কিনব।
৩৮. এতদিন কোথায় ছিলেন--- আনিসুল হক
আনিসুল হকের কলামের আমি বিশেষ ভক্ত। তবে তাঁর উপন্যাসগুলো আমার ভাল লাগে না। কেমন যে খাপছাড়া মনে হয়! তাঁর উপন্যাসের মধ্যে একমাত্র "মা" উপন্যাসটাই অসাধারণ লেগেছে। এটি তিনি বেশ গবেষণা করে লিখেছেন। একইভাবে "এতদিন কোথায় ছিলেন" বইটিও জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করে লিখেছেন। আশা করছি এটিও ভাল লাগবে। সে আশা নিয়েই এই বইটি কিনেছি।
৩৯. সিদ্ধার্থ--- হেরমান হেস
৪০. সুডোকু মিলিয়ে আনন্দ--- মুনির হাসান
কি বলব! শুধু এটুকুই বলব সুডোকু মিলাও, বুদ্ধি বাড়াও।
৪১. রাজা ঈদিপাস--- সফোক্লিস
৪২. হাজার বছরের বাঙালি সংস্কৃতি--- গোলাম মুরশিদ
বইটি এখনো পড়ছি। তাই মন্তব্য করতে চাচ্ছি না।
৪৩. মুক্তিযুদ্ধ '৭১ দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী--- এ এস এম সামছুল আরেফিন
যারা বলেন যে যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধু করেন নি, তাদের জন্য বইটি একটি মোক্ষম জবাব। দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নিয়ে তৎকালীন পত্রিকাগুলোতে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়, সেগুলোর সংকলন করা হয়েছে আলোচ্য বইটিতে।
হিমালয়৭৭৭ ভাইয়ের একটি পোস্ট থেকে উদ্বুদ্ধ হয়ে এই পোস্টটি দিয়েছি