জনগণের মাঝে ভাষণরত চাচা
এক অভূতপূর্ব দৃশ্য! ধানমন্ডির সাতমসজিদ রোডে একদিকে সেনাবাহিনীর রণসজ্জা! অন্যদিকে সাধারণ মানুষের উৎসুক দৃষ্টি! কী হতে যাচ্ছে! কখন শুরু হবে অ্যাকশন!
এমন সময় এক রিকশাওয়ালা চাচা এলেন সেনাবাহিনীর সাঁজোয়া যানের সামনে। রিকশার উপর দাড়িয়ে বলে গেলেন তার মনের কথা। তিনি বললেন, আমরা শান্তি চাই। সেনা ভাইরা, আপনারাও আমাদের ভাই, বিডিআরও আমাদের ভাই। আমরা শান্তি চাই। আমরা গোলাগুলি চাই না। এগুলো বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। এরপর তিনি চিৎকার করে বললেন, বিডিআরের উপর গুলি করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে! শেষে বললেন, জয় বাংলা!
জনগণ সবাই তাকে ঘিরে স্লোগান শুরু করে দিল। সাংবাদিকরা ছবি তোলা শুরু করে দিল। জনগণ মিছিল করে বিডিআর সদরদপ্তরের দিকে রওনা হল।
নায়ক চাচা
মিছিল সামনে এগিয়ে যাচ্ছে। চাচা মিছিলের পেছনে পড়ে গেলেন। সামনে অগণিত জনতা!
মিছিলরত সাধারণ মানুষ: শান্তি চাই
সবাই মিছিল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মিছিলের স্লোগান হল-
আমরা শান্তি চাই
গৃহযুদ্ধ চাই না
বিডিআর সেনা ভাই ভাই, আমরা সবাই শান্তি চাই
কিন্তু ধানমন্ডি ১৫ পর্যন্ত যেতেই আর্মি ধাওয়া দিলেন। সাধারণ মানুষ ছুটতে লাগল প্রাণপণ। কিন্তু চাচা রয়ে গেলেন তার রিকশা নিয়ে। আর্মি সৈন্যরা তার সাথে কথা বলে তাকে রাস্তার পাশে সরিয়ে দিলেন।
আপনাকে অভিবাদন, চাচা! আমরাও আপনার মত শান্তি চাই!