আজ বিজয়ের ৪৫ বছর। বেশ ভালই লাগছে। আমরা অনেকটা পথ পার করেছি। অনেক অন্ধারময় রাজনৈতিক বিভ্রাট আর প্রশ্নকে মাড়িয়ে এগিয়েও যাচ্ছি। তারপরও অবাক লাগে স্বাধিনতার পূর্ণাঙ্গতা হয় তো এখনো আসেনি। শোষনহীন সমাজ, সাম্যবাদ ও অর্থনৈতিক মুক্তি এখনো অধরা। এখনো গণতন্ত্র নির্বাচন প্রক্রিয়াতেই সীমাবদ্ধ, এখনো মুক্তিযুদ্ধারা হাড়-হাভাতে দিনানিপাত করে। তারপরও বলতে হবে অনেককিছুই অর্জন করেছি। ক্রিকেটে পাকিস্তানের চেয়ে ভাল অবস্থান যেমন আনন্দ দেয় তেমনি যুদ্ধবন্ধু দেশ ভারতের বিদেশ নীতি কেবল কষ্ট দেয় না, ক্রোধও জন্মায়।
দুর্নীতি, নৈতিক অবক্ষয় যেমন কালো মেঘের মত মাথার উপর আর মুক্তিযুদ্ধের চেতনা ও ত্যাগ যখন ক্ষীয়মান। তখন আশারবাণী মানবতাবিরোধীদের বিচার।
আমার জন্ম যুদ্ধের পর। তারপরও আমি চোখ বন্ধ করে ভাবি যে মানুষ গুলো জীবন বাজীরেখে যুদ্ধ করল, যারা অমূল্য জীবন উৎসর্গ করল তাঁদের প্রতি আমরা কি করতে পেরেছি। সত্যিই তো এমন সোনার মানুষ ছিল বলেই কিন্তু আজ লিখতে পারি। মনখুলে গান গাইতে পারি, ইচ্ছা করলেই চিৎকার করে বলতে পারে বাংলাদেশ তোমায় ভালবাসি। পরিশেষে বলি, প্রতিবেশী বন্ধু হয় না আর শত্রুতাও তৈরি করা যায় না তার সাথে। তারপরও মনে রাখতে হবে পাকিস্তান ও ভারত প্রেম যতদিন থাকবে তত দিন আমরা কতটা বাঙালি আর কতটা বাংলাদেশী ?
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৩