নগ্ন পায়ে শিশির ভেজা ঘাসে-
ভোরের আলোয় অনেকটা পথ হাঁটি-
ঘুম ভাঙ্গা তোর সদ্য ভেজা চোখে-
সকাল আমার সবুজ পরিপাটি।
একটু বেলায় সোনালী রোদ মাখা
ঝিকমিকিয়ে উঠে ধুলার চাদর-
আলতো করে হাতটা ছুঁয়ে তোর
নিলাম না হয় উষ্ণতারই আদর।
ঠিক দুপুরে সূর্য যখন প্রখর-
ক্ষনিক মেঘের ছায়ায় উদাস মন-
ভাববি কি তুই একটু অলস চোখে
বুঝবি কি তুই খুঁজছে তোরে সে জন?।
ক্লান্তি ঘেরা বিকেল নামে ধীরে
ভীড়ের মাঝে একলা হেটে চলা-
তুইও নাহয় থাকিস ছায়া হয়ে
নিজের সাথে নিজেই কথা বলা।
জোছনা ভেজা সন্ধ্যা ছড়ায় ঘ্রাণ
তোরই চুলের আঁধার করা ছায়ায়-
যখন কাছে চুপটি বসে থাকি
থাকিস নাহয় তাকিয়ে অনেক মায়ায়।
অচিন গৃহে রাত্রি নেমে আসে
জোছনা ফুরোয়- অপেক্ষারই -দীর্ঘ আঁধার প্রহর
দূরের কাছে লুকিয়ে থাকিস তুই
স্বপন আলোয় - আসবে জানি- আবার নতুন ভোর।
(সবসময় সাহস যোগাতে নেই। যারা লেখার সাহস দিয়েছেন- এই কবিতার অপবাদটা তাদের ঘাড়েই চাপুক। )