আমি সঙ্গী-সাথী হীন গৃহ : কোরআন দ্বারা র্নিজনতার সাথী তৈয়ার করে এসো।
আমি অন্ধকার কুটির : রাতের নামাজ দ্বারা আমাকে আলোকিত করার ব্যবস্থা কর (তাহাজ্জুদের নামাজ দ্বারা)
আমি কঠিন মাটির ঘর : নেক আমল দ্বারা বিছানা বানাও
আমি সাপ বিচ্ছুর আবাস স্থল : দান খয়রাতের বিষ পাথর সঙ্গে আনিও।
আমি বড় সংর্কীণ স্থান : নেক আমল দ্বারা প্রশস্ত করার ব্যবস্থা কর
আমি মুনকার নকিরের প্রশ্নের স্থান : খুব বেশী করে কলেমা তৈয়্যব পড়ার অভ্যাস কর
*** ইন্তাখাবে হাদিস হতে সংগ্রহীত
কবরের পথযাত্রী: কেউই বলতে পারেনা মানুষের মৃত্যর মুর্হুতটা কখন আসবে। তাই আসুন দেরী না করে এই মর্হুত থেকে অল্প অল্প মৃত্যর কথা ভাবি এবং পরকালের প্রস্ততি শুরু করে দেই।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২১