একে একে কতটা বছর গেল
কথা : জুবায়ের হুসাইন
সুর : খাইরুল ইসলাম ও আলমগীর হোসাইন
গেয়েছেন : মিরাদুল মুনীম
একে একে কতটা বছর গেল
আসল ফিরে ফের নতুন সকাল
ভাবছি বসে আজ চলার পথে
সফল হয়েছি না হয়েছি বিফল।
প্রতিদিন সূর্যটা অাঁধার ঠেলে
নতুন নতুন দিন নিয়ে আসে
পাঁপড়ি মেলে কত ফুলের কুঁড়ি
দীঘল রাতের শেষে স্বপ্নে হাসে
নিরাশার দোলাচলে দুলছি আমি
জীবনের পাওয়া বুঝি হয়েছে অচল।
কল কল জলধারা চলার পথে
এঁকে বেঁকে অবশেষে মোহনায় মেশে
নীড়ছাড়া পাখি সব গোধূলী বেলা
অপনার নীড়ে তার ফিরে আসে
বদলেছি বারে বারে চলার গতি
সামনে এখন দেখি ধূধূ মহাকাল।
https://www.facebook.com/miradul/videos/1752673341433329/একে একে কতটা বছর গেল