ইউটিউব লিঙ্ক : ব্রাক ব্যাংক নজরুল মেলা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল ।
সেই জাতীয় কবির স্মরণে ঢাকার বর্ধমান হাউস খ্যাত বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছিল ব্রাক ব্যাংক নজরুল মেলা।
গত ২৭, ২৮ ও ২৯ অক্টোরব ৩ দিন ব্যাপি এ মেলার আয়োজন করে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ।
মেলার প্রথম দিনের প্রথম প্রহরে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তারপর পরিষদের প্রতিনিধি সমাবেশ।
সন্ধ্যায় নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানের উদ্বোধনী
বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব।
অনুষ্ঠানে শিল্পী আব্বাস উদ্দিন আহমদের গাওয়া কবির ৭০ টি গান নিয়ে একটি সিডি এবং শিল্পী ফিরোজা বেগম ও সোহরাব হোসেনের গাওয়া অপর একটি গানের সিডির মোড়ক উন্মোচন করেন, শিল্পী আব্বাস উদ্দিন আহমদের সুযোগ্য পুত্র মুস্তাফা জামান আব্বাসী, কন্যা ফেরদৌসী রহমান, ঢাকা বিশ্বদ্যিালয়ের এমিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ব্রাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১৯৭২ সালে ভারতে বাংলাদেশের তৎকালিন রাষ্ট্রদূত আব্দুল মোমিন চৌধুরী। যিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশের নিয়ে আসার প্রধান ভুমিকা পালন করেন। অনুষ্ঠানে নজরুল সম্মাননা পদক প্রদান করা হয় নজরুল সঙ্গীতশিল্পী ফাতেমাতুজ্জোহরা, সুজিত মোস্তফা ও ড. নাশিদ কামালকে। সঙ্গীত পরিবেশন করেন কবির নাতনী অনিন্দিতা কাজী, খিলখিল কাজী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, মুরশিদ জাহান, সালাহউদ্দিন আহমদ, আরমিন মুসার ব্যান্ডদলসহ সারা দেশ থেকে আসা প্রায় ৬৩ টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
মেলায় নজরুল ইসলামের দর্শন চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিল্পীরা।
নজরুল মেলা