আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
যখন হাস্নাহেনার গন্ধে রঙের আলোর পরিণয়
যখন হাস্নাহেনার গন্ধে রঙের আলোর পরিণয়
তখন বৃষ্টিভেজা অসম্ভব এক পাতার বিরহে
ভরা যৌবন-সাগরের তীরে সান্ধ্য গেয়েছি
ভরা যৌবন-সাগরের তীরে সান্ধ্য গেয়েছি
আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
যেমন সামান্য এক শীর্ণ তনু, মদির সমীরণ
যেমন সামান্য এক শীর্ণ তনু, মদির সমীরণ
আমার যৌবন-চঞ্চল ঠোঁটের বাক্য রাশি রাশি
কেমন হালকা চালে ছুঁইয়ে দিলে তোমার দেহে
আমি এমন করে এই শরীরের চেয়েছি মরণ
আমি এমন করে এই শরীরের চেয়েছি মরণ
যেমন সামান্য এক শীর্ণ তনু, মদির সমীরণ
যেমন সামান্য এক শীর্ণ তনু, মদির সমীরণ
আমার যৌবন-চঞ্চল ঠোঁটের বাক্য রাশি রাশি
কেমন হালকা চালে ছুঁইয়ে দিলে তোমার দেহে
আমি এমন করে এই শরীরের চেয়েছি মরণ
আমি এমন করে এই শরীরের চেয়েছি মরণ
তুমি কে, তোমার এই রঙের দোলে নাচতে চেয়েছি
তুমি কে, তোমার এই রঙের দোলে নাচতে চেয়েছি
তুমি কে, তোমার এই রঙের দোলে নাচতে চেয়েছি
তুমি কে, তোমার এই রঙের দোলে নাচতে চেয়েছি
তাই লাস্যময় আর তরঙ্গিত কে মোর ছায়ায়
সুরে অতর্কিতে ছন্দ-শাসন ভেঙ্গে চেয়ে চেয়ে
সেই নৃত্যরত চরণ বন্দনা গেয়েছি
সেই নৃত্যরত চরণ বন্দনা গেয়েছি
আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
ভরা যৌবন-সাগরের তীরে সান্ধ্য গেয়েছি
ভরা যৌবন-সাগরের তীরে সান্ধ্য গেয়েছি