চোখের ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়া যাচ্ছি। যাচ্ছি মানে বাসার মানুষেরা পাঠাচ্ছে। আর আমিও এই সুযোগে ভ্রমণটা সেরে আসতে চাই নেটে ভালো ইনফর্মেশন পাচ্ছি না। যাদের অভিজ্ঞতা আছে আমার সাথে একটু শেয়ার করলে ভালো হতো।
যা জানতে চাচ্ছি-
--> বাসে যাব? ট্রেনে যাব? বাসে হলে কোন বাসে? আমি এখনো পর্যন্ত ট্রেন জার্নি প্রেফার করছি। কোনটাতে কি সুবিধা-অসুবিধা?
--> কলকাতায় কোন হোটেলে উঠব? কেমন খরচ হবে?
--> কলকাতা থেকে চেন্নাই কোন ট্রেনে যাব? ট্রেনের টিকেট কি আগে থেকে করে রাখতে হবে? চেন্নাই যেতে যেহেতু একদিনের বেশি লাগছে আমি কম্ফোর্টেবল জার্নির কথা ভাবছি।
-->চেন্নাইতে কোন হোটেলে উঠব?
--> এছাড়া কলকাতা/চেন্নাই শহরে খাওয়া-দাওয়া, দর্শনীয় স্থান এসব সম্পর্কেও জানতে চাই।
--> কয়েকদিন ধরে ইন্ডিয়ার রেলওয়ের ওয়েবসাইটে ঢুকার চেষ্টা করছি। ওদের ওয়েবসাইট সব সময় ডাউন থাকে না কি?!