আমি পুড়ে অঙ্গার বন্ধু তোমার প্রেম অনলে
কী হয় বন্ধু ভালোবেসে মনের আগুন নেভালে।।
কার প্রেমেতে সূর্য পোড়ে সারাজীবন ভর
সে প্রেমিকা এমন কেন নিঠুর কেন অন্তর
প্রেম জ্বালানি দিচ্ছে আগুন দুঃখ বিলাস নাম
সুখ যদি নাই প্রেম জগতে তাতে ক্যানবা মাতিলাম
এখন আমার করুন দশা নিদান মিলবে কী হলে।।
সুখে থেকেই ভুত কিলালো সেধে নিলাম দুঃখরে
ভিড়বে ভিড়বে করে জাহাজ ভিড়লো না মোর বন্দরে
বন্ধু তোমায় না পাই যদি এ জীবনের কী মানে
আমার ভাগ্য লেখা আছে তোমার চন্দ্র বদনে।
তোমায় ভেবে তোমার ভবে বিশ্বাস করি কপালে।।
আমি পুড়ে অঙ্গার বন্ধু তোমার প্রেম অনলে || মিন্টু ভদ্র
০৬/০৭/২০১৮