অনেক অপেক্ষার শেষে আইফোন ৫ এখন হাতের মুঠোয়। তবে আইফোন নিয়ে যারা মাতামাতি করেছিলেন তারা কিছুটা হতাশ।তবে আমি ব্যক্তিগত ভাবে আইফোন নিয়ে তেমন একটা ভাবি নাই,কারন আইফোন ইউজ করতে আমার ভাল লাগে না।আইফোন ৪ ,৩জিএস ইউজ করেই আইফোন ইউজ করার আগ্রহ কে মাটি চাপা দিয়েছি ।আগের চেয়ে আইফোন কি কি উন্নতি করেছে আসুন দেখি
(গতির প্রশ্নে আইফোন ৪এসের তুলনায় আইফোন ৫ এর গতি দ্বিগুণ। এটা নিশ্চিত অর্থেই বলা যায়।
মডেলভিত্তিক বিশ্লেষণে প্রসেসরের গতিতে আছে বিশেষ ‘এ৬’ চিপ। স্মার্টফোনের গ্রাফিকস আর গতি এ দুটো ক্ষেত্রেই এ৬ অনবদ্য। এ ছাড়াও আইসাইট রেয়ার গুণের ৮ মেগাপিক্সেল ক্যামেরা তো আছেই। এর প্যানোরমা ফিচারে ২৮ মেগাপিক্সেল স্বচ্ছতায় ছবি তোলা সম্ভব। আর ফেসটাইম ফিচারে ৭২০ পিক্সেলে ভিডিওচিত্র ধারণ করা যাবে।
তবে আইফোন ৫ এর সবচেয়ে শক্তিশালী দিকটি হচ্ছে এটি পরবর্তী প্রজন্মের ফোরজি লং টার্ম ইভেল্যুশন (এলটিই) নেটওয়ার্ক ক্ষমতাসম্পন্ন। আর অ্যাপল বলছে একটানা ৮ ঘণ্টা টকটাইম নিশ্চিত করবে এ স্মার্টফোন।) ( ওয়েব থেকে নেয়া )
যারা বাংলাদেশে আইফোন ৫ এর জন্য অয়েট করছেন তাদের জন্য সুখবর।একটা গেজেট শপ ইতমদ্ধে আইফোন ৫ সেল করা শুরো করেছে।তবে আমার মতে অহেতুক আইফোন ৫ এর চিন্তায় রাতের ঘুম হারাম করছেন।১ মাস যাক এমনি তেই আইফোন ৫ হাতে পেয়ে যাবেন,এখন নিতে না করছি একারনে আজ আইফোন ৫ সেল হয়েছে মাত্র ১ লাখ ১০ হাজার টাকায়,২ দিন পরে পাবেন ৯০ হাজার টাকায় তা ছাড়া ন্যানো সিম বাংলাদেশ এ নাই ,যারা কিনছে তারা কিভাবে ব্যবহার করবে কে জানে । দামের ভেরিয়েশন কেন জানতে চাইলে বলব আপনার উন্মাদনা এতে দায়ী।২ দিন পরে নেন আর আগে আইফোন আপনার মনের প্রশান্তি কত টুকু দেবে আমার জানা নেই,তবে যে টাকা বাড়তি দিয়ে এখন আইফোন নিবেন সেটাকায় গরীব মানুসের মুখে হাসি ফোটান মনে অনেক আনন্দ পাবেন।আর এমন তো না যে আর আইফোন কিনতে পারছেন না,দাম কমুক তারপর না হয
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭