windows 7 ইন্সটল দেবার পর ubuntu10.04 বুটিং লিস্ট থেকে হারিয়ে গিয়েছে। ব্লগে সার্চ দিলাম কিন্তু পাইলাম না তেমন কিছু।
Click This Link
এই পোস্ট এ খুব ঝাপসা ভাবে কিছু একটা বলা হয়েছে। বোঝা যাচ্ছে না।
"কারমিকে আপগ্রেডের পর সৃষ্ট সমস্যা ও তার প্রতিকার"-- এই নামের পোস্ট খুজে পেলাম না
কারো কাছে কোন লিঙ্ক থাকলে দেন। যেখানে detailed বলা আছে
grub ব্যাপারটা নিয়ে কিছু ঝামেলায় পড়েছি। (hd0,0) এখানে সংখ্যা গুলোর এর মানে কি? আমার সিস্টেমের জন্য কি লিখতে হবে সেটা বুঝতে পারছি না।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১৪