খুব ইছা ছিল সমুদ্র দেখব।তোমাকে নিয়ে সমুদ্রের গর্জন শুনব।সাগরের বিশালত্বের সামনে দাঁড়িয়ে তোমাকে ভালবাসার কথা শোনাব।
খুব ইচ্ছা ছিল তোমার হাতখানা ধরে অনন্তকাল কাটিয়ে দিব।তোমার স্পর্শে মুহুর্তগুলো রঙ্গিন হয়ে উঠবে।
খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে পালিয়ে যাব বহুদুরে, যেখানে এখনও সভ্যতার সুচনা হয়নি, যেখানে এখনও রাত এলে জোনাকির আলো পথ দেখায়, যেখানে এখনও জ্যোৎস্না উঠলে আকাশে পরী উড়ে বেড়ায়, যেখানে ধ্রুব তারাই দিকনির্নয়ের একমাত্র সম্বল।
খুব ইচ্ছা ছিল ক্লাস-টেস্ট মিস দিয়ে তোমাকে নিয়ে স্টার-সিনেপ্লেক্স-এ যাব।কোনও এক আবেগীয় মুহুর্তে তোমার চোখে পানি এলে আমি মুছে দিব।
খুব ইচ্ছা ছিল তোমার সাথে বসে পলাশীতে এক কাপ চা খাব।তুমি চা খেতে খেতে হেসে উঠবে, আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে থাকব।বুধবার পড়ন্ত বিকালে তোমার সাথে ক্যফেটেরিয়ায় কিছুটা সময় কাটাব।পুরো সপ্তাহের ক্লান্তিটা যেন এক মুহুর্তেই মুছে যাবে।
খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে একবার বৃষ্টিতে ভিজব।আষাঢ়ে বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবার ভয় না পেয়ে, অকারণেই ভিজতে থাকব।
আমার অব্যক্ত ইচ্ছা গুলো কি তুমি কখনও বুঝবে? বুঝেও হয়ত না বোঝার ভান করবে।কারন তুমি আর আমি যে বড়ই আলদা।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৩