এক মা তার শিশুকে তিল তিল করে গড়ে তোলে তার জঠরে। সেখানে নয় মাস দশদিন তীব্র যন্ত্রনা পোহাতে হয়। তবুও তাতে কোন মায়ের ভ্রু-কুচি হয় না। ওটাই যেন তার আনন্দ।
তারপর শিশু ভুমিষ্ট হওয়ার পরে, প্রতিদিন তিল তিল করে বড় করে সে। সেই সন্তানকে আমৃত্যু স্নেহের পরশ দিয়ে যায়। কোন অভিযোগ নাই তার। কোন দুঃখ নাই তার।
পৃথিবীতে প্রত্যেকটি কাজের পিছনে একটা কারণ থাকে, একটা স্বার্থ থাকে। আমরা কোন না কোন কাজ করি একটা স্বার্থের জন্য। কিন্তু একটা সন্তানকে স্নেহের পিছনে কি স্বার্থ আছে মায়ের? নাই কোন স্বার্থ নাই। কোন স্বার্থ নাই।
জীবনের প্রত্যেকটি মুহুর্তে মা'কে আমরা ভালোবাসবো। যার মা যেখানেই থাকুক। আসুন মা'কে উদ্দেশ্য করে একটা কথাই বলি,
"মা' আমি তোমাকে প্রচন্ড ভালবাসি। মা' তুমি আমাকে মাফ করো।"