একদিন বিস্তীর্ণ অন্ধকার নেমে আসবে বুকে।
সেদিন আমি আর আমি থাকব না।
আমি হয়ে যাব অন্যকেউ।
পাখির ডানায় ভর করে তোমরা আসবে আমায় দেখতে।
তোমাদের চোখের দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করব না কেমন আছ?
সেদিন আকাশে উঠতে পারে পুণ্যমাখা চাঁদ।
বাইরে বইতে পারে হেমন্তের বাতাস
ফুটতে পারে বাগানে ডালিয়া, চন্দ্রমল্লিকা।
তা দেখেও আমি মুগ্ধ হব না।
আমার জায়গা এসে নেবে অন্য কেউ।
অন্য কেউ পড়বে আমার কবিতার খাতা।
লিখবে গোটা দুয়েক লাইন।
ভরিয়ে দেবে শেষ না হওয়া ছত্রগুলো।
সেদিন আমি আর আমি থাকব না।
আমার জায়গা এসে নেবে অন্য কেউ।
তোমরা সেদিন হঠাৎ বুঝবে,
আজ আমার মৃত্যু হয়েছিল।