অ্যাপলিকেশনের ১ম ভার্শন রিলিজ করা হয়েছে। বিস্তারিত @ সামহোয়্যারইনব্লগ ডেস্কটপ নোটিফায়ার এর ১ম রিলিজ
ব্লগিং করতে করতে এমনিতেই ক্লান্ত। তার উপরে এত্ত এত্ত পোস্টে কমেন্ট দিয়ে নোটিফিকেশন চেক করা, কয়টি নতুন মন্তব্য এল, কয়েক পেজ ঘেটে যাওয়া এসব করতেই প্রচুর সময় নষ্ট হয়। তাই অনেক আগে থেকেই ভাবছিলাম যে একটা ডেস্কটপ নোটিফিকেশন সিস্টেম থাকলে বেশ হয়। ঈদের ছুটিতে কিছুই করা হলনা। তাই জেদের বশেই দুদিন খেটে মোটামুটি একটা ডেস্কটপ অ্যাপলিকেশন তৈরী করলাম যেটায় সামহোয়্যারইন আইডি আর পাসওয়ার্ড দিলে নোটিফিকেশন লিস্ট ডাউনলোড করে ও কোন পোস্টে কতটি মন্তব্য এল তা দেখায়। আপাতত অ্যাপ্লিকেশনের প্রিভিউ এমন।
এখন পর্যন্ত যা যা করেছি
▶ ইউজারনেইম ও পাসওয়ার্ড সেভ করে রাখার অপশন
▶ পোস্ট পর্যবেক্ষণে থাকা সকল পেজ ব্রাউজ করে অটো লিংক ফেচ করা
▶ পোস্টের নামে ক্লিক করলে সেটা ব্রাউজারে ওপেন হবে।
▶ অ্যাপলিকেশন ক্রস প্লাটফর্ম, উইন্ডোজ লিনাক্স ম্যাকে ব্যবহার করতে পারবেন এবং পোর্টেবল।
যা যা যুক্ত করতে চাচ্ছি
▷ সিস্টেম ট্রে আইকন, ওখানে পর্যবেক্ষণে থাকা পোস্টে নতুন কমেন্টের সংখ্যা নম্বর হিসেবে দেখাবে।
▷ আপডেট চেক করার সময় নির্ধারণ, যেমন ১০ মিনিট পর পর পর্যবেক্ষণে থাকা পোস্ট চেক করবে।
▷ ট্রেতে ক্লিক করলে মিনি উইজেট ওপেন হবে যেটায় ক্লিক করলে ব্রাউজার/সেখানেই ট্যাবে দিয়ে ওপেন হবে।
▷ অ্যান্ড্রয়েডে পোর্ট করার চিন্তা আছে।
আরেকটা বিষয় নিয়ে ভাবছি তা হল অ্যাপলিকেশন আইকন। আমি অনেক খুজেও সামহোয়্যারইনের লোগো ক্লিয়ার ইমেজ পাইনি। শেষে নিজেই Inkscape দিয়ে ভেক্টর ডিজাইন করে বানালাম একটা। ভাবছি নিচের ছবিটা অ্যাপলিকেশন আইকন হিসেবে দেব।
কিন্তু কপিরাইটজনিত ঝামেলায় পড়তে চাচ্ছিনা। আপনাদের মতামত জানান।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৩