- এই যে হ্যালো, শুনছেন, জী, আপনাকে বলছি...
- (অচেনা একটি ছেলের ডাকে মেয়েটি হচকিত হয়েই পিছনে ফিরলো) জী, আমাকে ডাকছেন ?
- হুম, আপনাকেই । ধুর, সেই কখন থেকে আপনার পিছন থেকে আপনাকে ডাকছি, আপনি তো শুনছেনই না । আচ্ছা, কোন সমস্যা নাকি ?
- (অচেনা ছেলেটি এত স্বাভাবিকভাবে তার সাথে কিভাবে কথা বলছে ভেবে মেয়েটি অবাক হলো কিন্তু এমন ভান করার চেষ্ঠা করলো যাতে ছেলেটি বুঝতে না পারে) এক্সকিউজ মি, আপনি কিন্তু বেশি ফ্র্যাংক হচ্ছেন । সমস্যা তো মনে হচ্ছে আপনার......
- না, তা হবে কেন, আমি হয়তো আপনার কাছে অচেনা তবে আপনাকে কিন্তু আমি অনেক আগে থেকেই চিনি ।
- (এবার আর মেয়েটি অবাক হওয়ার ব্যাপারটা ছেলেটার কাছে লুকাতে পারলো না) তার মানে !!??
- আপনি নূপুর, রাইট ?
- হুম, আমার নাম নূপুর । কিন্তু...... আপনাকে কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না... কে বলুন তো আপনি ?
- আমি রিয়াজ । অবশ্য পুরো পরিচয় দিলেও আপনি আমাকে চিনবেন না, তাই অযথা ও কাজ করে আর সময় নষ্ট করবো না । আসলে আপনাকে, ধুর, সেই কখন থেকে আপনি আপনি করছি !! আচ্ছা, আপনাকে তুমি করে বললে কোন সমস্যা ?
- (ছেলেটির এই প্রশ্নের জবাবে মেয়েটি আমতা আমতা করতে লাগলো) ইয়ে মানে......মানে...
- ধুর, এত মানে মানে করার কি আছে ? ঠিক আছে, আমি তুমি করেই শুরু করলাম । তোমার আপত্তি থাকলে কিছুই করার নেই ।
- (মেয়েটি অনিচ্ছাসত্ত্বেও বললো) না... না... আপত্তি করবো কেন, তবে চেনা নেই, জানা নেই, এই কারণেই...... বুঝই তো ?
- আচ্ছা, আমার এখানে আসার আর তোমাকে ডাকার একটাই উদ্দেশ্য, তোমাকে একটা কথা বলবো...
- (ছেলেটি কি তাকে সরাসরি আই লাভ ইউ বলবে, মেয়েটি আবারও ঘাবড়ে গেলো) ইয়ে মানে... আমার একটু তাড়া আছে যে...
- আরে, দাড়াও দাড়াও, কি বলতে চাচ্ছি শুনে তো যাও......
- (মেয়েটি ইতস্তত করে বললো) আচ্ছা, কি বলবে, বলো......
- ইয়ে মানে, এখনও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করে থাকলে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,ভোটার আইডি কার্ডের ফটোকপি আর এক্টিভ সিম সহ নিকটস্থ বায়োমেট্রিক পয়েন্ট চলে যাও । জানোই তো, অনিবন্ধিত সিম দেশ ও জাতির কলঙ্ক......
- (ছেলেটির মুখে এই কথা শুনে মেয়েটি যেন টাশকি খেলো) কি !!!!!!
- আচ্ছা, করে ফেলো, বুঝছো... জরুরী কিন্তু... আচ্ছা, ঠিক আছে, আজ যাই, পরে আরেকদিন কথা হবে, ঠিকাছে ?
- (মেয়েটি অনাসক্তি সত্ত্বেও ছেলেটিকে বললো) হুম, ঠিক আছে, বাই ।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:০৯