এতো যে ডাকল সজল মেঘ
এতো যে ডাকল কাহিনী কাব্য ভোর
আমি সাড়া দিবার সময় পেলাম কোথায়!
অলস দুপুরে অচেনা পাখির ডাক
গোধুলীবেলার নদীর মিষ্টি কলতান
মাঝ রাতে কুহকের ডাক
সবাইকে ফিরিয়ে দিয়েছি!
জলছবির মতন দীঘির কালো জল,
হেমন্তের অফুরন্ত আয়োজন
ক্ষ্যাপা বাউলের একতারা!
সবার আহ্বান অবহেলায় দুরে সরিয়ে রেখেছি!
এক আকাশ ভরা নীল রং
ফুলের পরাগ
আমি গায়ে মাখিনি!
বসন্তের লাল আগুন
শরতের শুভ্র সাদা রং
আমি দুপায়ে মাড়িয়েছি!
সে আমি কিনা
তার কালো দু'চোখ,
সাধারণ হাসি,
কয়েকটি ছলনাময় কথায় ভুলে গেলাম?
গায়ে মাখলাম কলঙ্কিত প্রেমের কালো রং!
এখন নিজেকে খুজে ফিরি
নিজের ছায়ায়,
আয়নায় প্রতিবিম্বে!
কারণ সে আমার সব নিয়ে হারিয়ে গেছে!
পরিশিষ্টঃ ফেসবুক মনে করিয়ে দিলো, ৫ বছর আগে এই দিনে এই ভয়াবহ কবিতা লিখেছিলাম।নামকরণ আজই করেছি।আমার কাব্য প্রতিভায় আমি নিজেই মুগ্ধ।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯