অযত্নে অবহেলায় বেড়ে উঠা ক্যাকটাসও ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে,
আর তোমায় তো খুব যত্নে বুকের একপাশে রেখে দিয়েছিলাম।
তুমি জানতে, রুপোর পালঙ্কে রাখার সামর্থ্য আমার নেই,
আমিতো শত কষ্ট আর হতাশার আঁচও লাগতে দেইনি,
পাছে তুমি মুখ ফিরিয়ে চলে যাও।
তুমি জানতে, তোমার হাত ধরে আর তোমার চোখে তাকিয়ে থাকার সময় আমার নেই,
আমিতো তোমার হাত ধরেই বাকি পথ চলার শক্তি পেতাম।
তুমিতো চলে গেলে, ততদিনে বুকে গেঁথে গেছে তোমার শেকড়,
আঁকড়ে গেছে আমার অস্তিত্ব।
শেকড় উপড়িয়ে ফেললাম,কিন্তু দাগ?
অথচ ক্যাকটাসকে দেখ, ঠিকই রয়ে গেল।
আর রয়ে গেলাম তোমার আমি।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৩