(কৃতজ্ঞতায়- রাজীব নুর ভাই)
এই শহরের মানুষগুলো আগের মতো নেই
কথা কাজে চালচলনে হারিয়েছে খেই,
নিজের ভাগে ষোলআনা তালগাছের হিস্যে
পরের ভালো দেখতে পেলে লাগে ভীষণ ঈর্ষে|
এই শহরের মানুষগুলোর শূন্যের কোঠায় বোধ
তিলকে তাল করে করে নেয় প্রতিশোধ,
আমার ভালো যাহা যাহা চাইবো শুধু তাহা
তোমার প’রে মাতব্বরি অধিকার আমার হা হা|
এই নগরীর পথে-ঘাটে আজব সব ঘটে
দেখে দেখে বিনোদনের তুপ্তিটুকু মিটে,
কোথায় আমার বিবেক ওরে কোথায় রাঙা বোধ
গণধোলাই খেতে দেখি করি না তা রোধ|
আমি মানুষ সেতো নয়, মার খাবেতো সে
ছিঁচকে চোরের চামড়া তুলে শুটকি হবে রে,
হয়তো সে পেট পুরোতে দস্যুগীরি করে
কিংবা নেশার তোপে পড়ে হুশ জ্ঞান হরে|
আমরা মানুষ উঁচু দরের, অতি ভালো স্বভাব
টাকার লোভে বেহুশ হতে লাগেনাতো খওয়াব,
দু’চার পয়সার ঝনঝনিতে মাথা ঘুরে বসে
পুকুর চুরি করতে গিয়ে কত অঙ্ক করি কষে!
এই শহরে আমরা অনেক সাধু দরবেশ ভাই
স্বভাব চরিত প্রমাণ করতে গলায় সনদ ঝুলাই,
এই শহরে অতি হীন, গরীব রিক্সাওয়ালা
চড় থাপ্পড় খেতে খেতে কাটে তার বেলা|
পাঁচ টাকা না হারাতে হারাই আমার মান
গা’য়ে পড়ে সব শালাদের কলারে দিই টান|
এই শহরের আজব আজব গল্প আছে ভাই
ইভ টিজিংয়ে আমার সেরা আর তো কেহ নাই,
তাইতো আমি সবার সেরা ঢাকার নাগরিক
এই শহরে বসত করা আমারই উচিৎ|
(ঢাকা, ২৩ অক্টোবর ২০১৮)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৫