আমি খুঁজে ফিরি তারা
দূর আকাশের নীলিমায়, তখনো সূর্য ডুবেনি-
সম্বিত ফিরে পেয়ে আর খুঁজিনি, আঁধারের প্রতীক্ষায়
আমি প্রলম্বিত সময়কে বেছে নিই |
তারাহীন দিনগুলো ভীষণ যন্ত্রণার
তাকিয়ে থাকি কখন তপনতাপের পীড়ন থেকে
আমি মুক্ত হবো, ঝিরঝিরে সমীরণে ডুব দিতে চাই,
আমি তখনো প্রচন্ড ঘর্মাক্ত এবং পিপাসার্ত|
দিগন্ত আকাশ ছুঁয়েছে ঠিক তখনই -
ক্রিং ক্রিং ঘন্টাধ্বনির মতো আমার দেহঘড়ি
অকস্মাৎ কেঁপে ওঠে| এখনই লালিমা দেখা দিবে
ফুটন্ত গোলাপের বিচ্ছুরন ছেয়ে যাবে আকাশ
একখণ্ড মেঘ বড়ই বিরক্ত করে চলছে, ফুটতে দেবে না গোলাপকে|
গোল্লাছুট খেলায় মেতে ওঠে রাতের তারাগুলো,
এখানে ওখানে ক্লান্ত হয়ে তারপর একটি তারা তখনো-
দূর থেকে তাকিয়ে থাকে, আমি বিহবল প্রশ্ন রাখি
কই ছিলে? সলাজ ভঙ্গিমায় হেসে কুটিকুটি তারাটি
আঁধার না এলে আমি আসতে পারি না,
আমার মিটমিটে আলো আঁধারেই রঙিন|
(ঢাকা, ১৯/১০/২০১৮)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮