বগলছেঁড়া লম্বা টিশার্ট চলছে বছর চারেক
তালি-ভাঁজে জীবন কানা চিন্তা নাই বারেক |
বাস ভাড়াতে কুড়ি টাকা জলে গেল বলে
সেই ছেলেটি হাওয়া খেয়ে হেটে হেটে চলে |
ঘরে তাহার জন পরিজন তাকায় অধীর হয়ে
কখন বিকাশ করবে ছেলে মাইনেটা পেয়ে |
সেই ছেলেটির পকেট পুরো হাওয়া বাতাস ঢুকে
মাইনে পেয়েই তড়িৎ করে সাহস আসে বুকে |
মুঠোফোনে টেক্সটে যখন ভাসে টাকা ভালো
ঘর দুয়ারে ভোরের আলো ছড়ায় তখন আলো |
তবু মুখে হাসি তাহার চোখের কোণে জল
নিজের ঘরের প্রদীপগুলো ভালোবাসার সম্বল |
বন্ধুরে কয় কানে কানে কী যে ভাবিস এতো
তোর জন্য বাজেট এবার হবে মনের মতো |
কপি বার্গার ব্যাপার হলো-তুইতো আমার জান
টং দোকানে লেবু চায়ে জুড়ায় তাহার প্রাণ |
হাতের মুঠোয় জাভাফোনে কীপ্যাড টিপে যায়
টাচ মোবাইলের স্বপ্ন আজও উড়ে উড়ে ধায় |
সেই ছেলেটি বেজায় খুশি স্বপ্নরাজ্যে উড়ে
পরের তরে সব বিলিয়ে হাসে জীবন জুড়ে |
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮