অবসর কোথায় মনু অবসরতো নাই
জগৎ জুড়ে সকলি ব্যস্ত উড়াইয়া ছাই|
দুটো কথা বলবো বলে বসে থাকি আশায়
কেউতো আসে না ডুবে যাই গভীর হতাশায়|
কোথায় গেলে পাব তারে বল চুপিচুপি আমায়
এই শূন্য ধরাধামে একাকীতে কাটে সময়|
ভোরের আকাশে সূর্য উঠে নাই তখনও
মনু তোমার ওঠতে দেরি হয়নি কখনও|
ক্লান্তিতে সূর্য পালিয়ে যায় বেলাশেষে
তুমি কর্মসাগরে হাবুডুবুতে হেসে হেসে|
তাজ্জব হয়ে যাই সেই তোমার মনে আমি
হারিয়ে গেলাম আজ সবই জানে অন্তর্যামী|
পথে পথে ঘুরি জানি না কোন ঠিকানায়
অবশেষে খুঁজে পাবো সেই হারানো তোমায়|
কঠিন সুতোয় বাঁধবো বলে করেছি দৃঢ পণ
সতত মনের গহীনে তুমি আজো বড়ই আপন|
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭