একটি বই প্রকাশিত হবে
বইটি কবিতায় কথা বলতে চায়,
কবির নিঃসঙ্গ জীবনের বাঁকে বাঁকে কিছু স্মৃতির আল্পনা
তোলপাড় হৃদয়ে জেগে থাকা বাসনারাশি
অদ্ভূত ভঙ্গিমায় মঞ্চায়িত কিছু ডায়ালগ
প্রেমিকাকে সোপর্দ করা পরিশেষে চোখের জল
সবকিছু কবিতায় বলতে চায় কবি|
কবি জানে না কিছু লুকোতে - লুকাবে না
সবকিছু চলে যাবে, সবকিছু হারিয়ে কবি নিঃসঙ্গতায়
গভীর রজনী কবিতায় যাপন করতে চায় |
কবি ছাপাতে জানে না, কে ছাপাবে!
কেউতো আর জলোচ্ছ্বাসে ভাসতে যাবে না
দু’পয়সার মুরোদ নাই যার - কবিতার ঘরে তার ঠাঁই কি করে হয়!
কবিদের হাটে আসা যাওয়া তাই স্বপ্নই থেকে যায়
কবির বাসনা ছেঁড়া পালে হারিয়ে যায়, দিবাস্বপ্ন শুধু জেগে থাকে |
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮