এখন আর লিখতে পারি না|
লিখতে বসে আঙ্গুলের চাপে কলমের সে কী হাপিত্যেস
কব্জি ঘুরাই শুধু-
দিস্তা দিস্তা কাগজ পড়ে থাকে
লেখালেখির খেলা চলে না তাতে আর |
তবে কি আমি হারিয়ে গেলাম
নাকি হেরে গেলাম
নাকি হারিয়ে ফেললাম আমার সঞ্চিত ভাবনা রাশি!
এখানে বৃক্ষের ছায়াহীন উন্মাদনা
এখানে মিথ্যার বেসাতি
এখানে ছলনার তীব্র দহন
এখানে প্রতিবাদী কণ্ঠ নিস্তেজ হয়ে যায়|
বৃক্ষের ঝরা পাতায় কালবৈশাখীর চিত্রিত ধমকে
মরে যায় প্রতিবাদ, হেরে যায় মানবতা|
প্রতিবাদের কবরে বৃক্ষ নয়
কলমটি হোক নির্বাক চিহ্ণ|
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৭