আয় ভোর কাছে উড়ে আয় পাশে
মৃদুমন্দ ছোঁয়া চাই এই প্রাতরাশে।
আয় হাওয়া মিঠাবেগে দখিনা রাগে
শিরশিরে অনুভূতি পেতে চাই ভাগে।
আজ রবি দিশেহারা নিঃশ্বাস শতগুণ
ধরাধাম পুড়ে খই উতলায় সব খুন।
এত তেজি রূপে কেন দিনরাজ হাসে
কত রোজ হবে দেখা খা খা নাশে!
অভিযোগ কতশত দেখে যাও ফিরে
প্রাণিকুল প্রাণভয়ে রয়ে থাকে নীড়ে।
আয় ভোর ফিরে আয় হিমবায়ু নিয়ে
ক্ষয়ে যাবে সব ত্যাজ মিঠাসুধা পিয়ে।
(২৯/০৪/১৬)