হঠাত করে ব্যস্ততার মাঝে সামু ব্লগে ঢু দিতেই মডারেটর স্টেটাসে দৃষ্টি পড়তেই চোখর মনি বড় হয়ে গেল, আপনি একজন নিরাপদ ব্লগার।
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
ব্লগ লিখছি ২ সপ্তাহ ১ দিন। পোস্ট ৯ টি। মন্তব্য করেছি ৪৭৯, পেয়েছি ২৯৫। ভিজিটর-৮৬৫। প্রথম পাতায় আসতে বরাবর আমাকে কাজ করতে হয়েছে। এর মাঝে অনেককিছুই শিখেছি; এভাবে শিখতেই থাকব যতদিন সামুর সাথে আছি এবং সামুও সাথে আছে।
কৃতজ্ঞতা তাদের জন্য যারা নিয়মিত ঘুরে আমার ব্লগে মন্তব্যে অনুপ্রেরণা দিয়েছে। কাউকে প্রমোট করা উদ্দেশ্য নয় বরং তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করছি–
প্রথম পোস্টটি ছিল 'জাদু কলম'। যা শিশু-কিশোর উপযোগী শিক্ষনীয় গল্পে সেখানেই প্রথম কমেন্টে আমার অনুপ্রেরণার মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন। যদিও মন্তব্যটি খুব ছোট। তবুও অনেক বিশাল ব্যাপার। মাহমুদুর রহমান ভাই প্রতিদিন আমার ব্লগে বিচরণ করে সুন্দর সুন্দর মন্তব্য করেন। সব সময় প্রতিটি পোস্টে তিনি তার প্রতিক্রিয়া জানিয়ে গেছেন। দ্বিতীয় অনুপ্রেরণা কাওসার চৌধুরী ভাই। প্রথম থেকে কয়েকটা পোস্টে গঠনমূলক কিছু মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অনুপ্রেরণা ছাড়া সেফ হওয়া সম্ভব ছিল না। তারপরে যার কথা বলতে হয় তিনি 'স্রাঞ্জি সে'। বরাবর গঠনমূলক মন্তব্য আর প্রেরণা দিয়ে গেছেন।
সবচেয়ে বড় অবদান এ.এস বাশার ভাইয়ের। তিনি অনুপ্রেরণা দিয়ে গেছেন। লেখা চালিয়ে যাওয়ার কথা বলে জানিয়েছেন আমি শীঘ্রই সেফ হব। তাই হল। ধন্যবাদ বাশার ভাই। তারপর রাকু হাসান ভাই। আপনাকেও ধন্যবাদ। আরো ধন্যবাদ যারা প্রতিদিন মন্তব্য করত। তার ভিতর নতুন ব্লগার আরোগ্য। অনিরাপদ ব্লগার– ফারিহা হোসেন প্রভা। ধন্যবাদ জানাই ল, ভাইয়্যু, নজসু, সনেট কবি, পদাতিক চৌধুরী.... সহ বাকি সবাইকে। ব্লগ মডারেটর, পরিচালক, সহব্লগার সবাইকে ধন্যবাদ জানাই।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩