ভাবিয়া দেখো, যাহারা বরাবর উত্তম ফলাফল করিয়া থাকে। তাহাদিগের রুটিন দেখো। যদি তাহাদিগের প্রশ্নকর্তা হইয়া জিজ্ঞাস করো, তোমার সমগ্রদিবসের রুটিনখানা আমাদিগের সম্মুখনে উপস্থাপন করিবার জন্য অনুগ্রহ করিতেছি।
সে হয়তো মুখস্থ পড়িবার ন্যায় রুটিন বলিয়া দিবে। তাহারা তাহাদিগের রুটিন বলিয়া অভ্যস্ত। তাহাদিগের রুটিন সন্ধান করিয়া অবাক হইবে এই জানিয়া যে, সমগ্র দিবারাত্রি অর্থাৎ চব্বিশ ঘন্টায় তাহাদের অর্ধসময়ই পারাপার হয় পুস্তক পড়িয়া। সবি প্রাতিষ্ঠানিক পুস্তক। হয়তো তাহারা তাহাদিগের প্রতিষ্ঠানেই বা ডিপার্টমেন্টেই তাহাদের যোগ্যতা প্রকাশ করিতে পারিবে। কিন্তু বিশ্ব মন্ডলে পারিবেনা।
.
তাহারা পড়ে মেধা দেখাইবার তরে। তাহারা মেধা অর্জনের স্বার্থে পড়ে না। তাই আমার মতাপ্রেক্ষে এই অন্ধ বিদ্যা লইয়া অযাচিত না অগ্রসর হওয়াই যুক্তিসংগত। তাহাদিগের জীবন সীমাবদ্ধ। তাহাদিগের বুঝি পুস্তক পড়িয়াই সময় যায়, আর কিছু না করিলেও তাদের প্রতিষ্ঠানিক সুখ্যাতের অহংকারে গর্জন করিয়া বেড়ায়। পুস্তকের বাহিরেও যেথায় প্রতিযোগিতা নাই, যেথায় মনের তৃপ্ততা বড় সেথায় তোমার সফলকাম হইবার অস্থিত্ব বিরাজ করিয়া থাকে। সেথায় তোমার সফলতা দুর্লভ যেথায় তোমায় দিয়া জোরপূর্বক করানো হচ্ছে বা যাহা তুমি সাময়িক চাকুরিক্ষেত্র ধরিবার বা সাময়িক আসন ধরিবার উপলক্ষে করিতেছো।
.
যাহার ভাবিয়া থাকে তাহার কিছু করিবার মুরুদ নাহি। তাহাদিগের অভিপ্রেতে বলিতেছি, চাহিয়া দেখো, অনুসন্ধান করিয়া দেখিয়া লও যাহারা কিংবদন্তী তাহাদের রুটিন কি আমাদের এ যুগের "ব্রিলিয়ান্ট" বা "টেলেন্ট" বা "মেধাবী" কোন শিক্ষার্থীর সহিত সন্ধি আছে? নিশ্চই নাহি। কিংবদন্তীর জীবনের রুটিন অমায়িক না হইলেও, তাহাদিগের ছিলো ভিন্নতর প্রতিভা। তাহারা যাহাতে নিজের আত্নাকে প্রশান্তি করিতে পারিতো, তাহাকে নেশা এবং পেশা গণ্য করিয়া অগ্রসর হইয়াই কিংবদন্তী হইয়াছেন।
.
ভূ-মন্ডলেরর সমগ্র কিংবদন্তীর জীবনী পড়িলে হয়তো দেখিবে, তাহাদিগের সফলতার পাছেও লুপ্ত আছে কয়েক সংখ্যক ব্যর্থতার গল্প। ব্যর্থজনই সফল। ব্যর্থ না হইলে সফলতার তৃপ্ততা পাইবে কী করে। ব্যর্থতাকে পরীক্ষা হিসেবে মানিয়া লও। এ জগতে সফল হইবার মূল মন্ত্র অধ্যবসায়। অধ্যাবসায় তোমাকে শিখাইবে, কি করিয়া বার বার হারিয়া গিয়াও জিতিতে হয়। তোমার যেই প্রতিভা আছে, তাহার চর্চা রাখো। হয়তো সেই প্রতিভাই তোমায় গর্জিয়া তুলিবে।
-
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০