কালো! যেমন তেমন কালো না, একেবারে চকচকে কালো যাকে হালকা অন্ধকারে আপনি দেখে দৃষ্টিবিভ্রমে পড়বেন। ইন্দোনেশিয়ার সংকর প্রজাতির এই বিরল কালো মুরগিকে যার নাম "অ্যায়াম কেমানি" দেখলে আপনি চমকে যাবেন। এর অভ্যন্তর বাহ্যিক সম্পূর্ণ কালো।
পশম, চামড়া, জিহ্বা, পা, নখ এমনকি স্থানীয়রা জানিয়েছেন– এদের হার, রক্ত ও উচ্ছিষ্টসহ কালো। দেখা যায় এদের ডিম ও বাচ্চারাও অদ্ভুত কুচকুচে কালো হয়। তাদেরকে স্থানীয় বাজারে বেশ চড়াদামে বেচা হচ্ছে। স্থানীয়রা এই মুরগী ধর্মীয় উৎসবে বলিদান করে তারপর এর মাংস খায়। ২-৩ কেজি ওজনের একটি অ্যায়াম কেমানি আন্তর্জাতিক বাজারে ২০০০-৩০০০ মার্কিন ডলারে পর্যন্ত বিক্রি করা হয়।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এসব মুরগি প্রকৃতপক্ষে 'ফাইব্রোমেলানোসিস' নামে খুবই বিরল এক রোগে আক্রান্ত হওয়ার এদের শরীরে অতিরিক্ত মেলানিন হয় যার কারণে এরা এতট কালো হয়ে থাকে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩