অফিসে ৮- ৯ ঘণ্টা খাটাখাটি করে কী মনে হয় আপনার কাজটা কী খুব কঠিন আর বাজে। তাহলে আসুন একটু পরিচয় হয়ে নিন দুনিয়ার সবচেয়ে কঠিনতম কাজের সঙ্গে।
ইউরোপের এক নামী সংস্থার করা সমীক্ষায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আর কঠিন কাজ হিসাবে যাকে বাছা হয়েছে সেটি হল ইন্দোনেশিয়ার 'কাওয়া লজেন আগ্নেয়গিরি' (Kawah Ijen volcano)তে খনি শ্রমিক হিসাবে কাজ করা।
কোনও রকম মাস্ক না পরেই বিষাক্ত ধোঁয়ায় বসে আগ্নেয়গিরির ওপর থেকে খনিজ পদার্থ (বেশিরভাগটাই সালফার বা গন্ধক) সংগ্রহ করে আনতে হয়। তারপর পিঠে করে ৭০ কেজির ব্যাগে বয়ে আগ্নেয়গিরির উপর থেকে খনিজ পদার্থ নিয়ে আসতে হয়। বিষাক্ত ধোঁয়ায় বসে অনেকক্ষণ কাজ করতে হয় বলে এখানকার খনি শ্রমিকদের গড় আয়ু মাত্র ৫০ বছর।
নিউজিল্যান্ডের যে ফোটোগ্রাফার এই খনির ছবি তুলেছেন, তারা বলছেন বেশিক্ষণ ধরে এই আগ্নেয়গিরির ওপর কাজ করার ছবি তোলা যাচ্ছে না। কারণ বিষ ধোঁয়ায় চোখ জ্বালা করছে। অথচ প্রতিদিন এখানকার শ্রমিকদের দিনে ৯ ঘণ্টা সপ্তাহে ৭ দিন এই কাজ করতে হয়। তার ওপর আবার আছে ৭০ কেজি ভারী ব্যাগ কাঁধে অনেক উঁচু থেকে খনিজ পদার্থ নিচে নিমেয়ে আনার ঝুঁকি। কিন্তু পেটের তাগিদে এই কাজ করে বেঁচে আছেন ইন্দোনেশিয়ার এইসব শ্রমিকরা।
ছবি এবং খবর: জি নিউজ