সংসারে স্বামী আর স্ত্রী'র মনের মধ্যে যদি গিট্টু লাগে, আর সেই গিট্টু যদি পাড়াপ্রতিবেশী সকলে মিইল্ল্যাও ছুটাইতে না পারে, তাইলে গিট্টু কাইট্টা ফেলা (ডিভোর্স) ছাড়া আর কোনো গতি নাই। যাউকগ্যা এই বিষয়ে গ্যাজায় লাভ নাই....
বিয়ে করার সময় কত আয়োজন...মিষ্টি-মুষ্টি, উপহার-টুপহার, এরে দাওয়াত-ওরে টাওয়াত, আরও কত কী-টী। কিন্তু বিয়ে ভাঙনের সময় "আমার একটা বউ/স্বামী ছিল জানলো নাতো কেউ" টাইপের অবস্থা? যাউকগ্যা এই বিষয়েও গ্যাজায় লাভ নাই...
আসুন ডির্ভোসকে স্মরনীয় রাখার জন্য কিছু "ডিভোর্স কেক" দেখে নিই। আপ্নে হবু ডিভোর্স পথের পথিক হইয়া থাকলে আজই অর্ডার দিন....অগ্রিম বুকিং চলছে...
দেইখ্যা লন কোন কেকটারে ভালা পান