পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো এক সময় মানুষের কোলাহলে সরগরম থাকত । কালের বিবর্তনে এগুলো পরিত্যাক্ত হয়ে গেছে। পরিত্যাক্ত এইসব স্থাপনা আজ শুধুই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একা।
তেকুয়েন্দামার ভূতুড়ে বাড়ি: কলম্বিয়ার বগোতা রাজ্য থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে তেকুয়েন্দামা জলপ্রপাত অবস্থিত। এই জলপ্রপাতের পাশে দেল সান্তো নামের হোটেলটি ১৯২৮ সালে নির্মিত হয়েছিল অভিজাত পর্যটকদের অবকাশ যাপনের জন্য। এখান থেকে জলপ্রপাতের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করা যেত। কিন্তু অজ্ঞাত করনে জলপ্রপাতটি একসময় থেমে যায় এবং পর্যটকেরা এর আকর্ষণ হারিয়ে ফেলে। এখান থেকে লোকজনের সুইসাইড করার প্রবণতা বেড়ে যাওয়ায় আশেপাশের লোকজন একে হন্টেড বাড়ি বলে মনে করে।
বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টির হেডকোয়ার্টারঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৪১ মিটার উচুতে বলকান পর্বতের উপর এটি নির্মান করা হয়েছিল কমিউনিস্ট নেতাদের গোপন মিটিং এর জন্য। কম্যুনিজমের পতনের পর থেকে জায়গাটি পরিত্যাক্ত হয়ে যায়।
ইতালির সরেন্তোতে ১৮৬৬ সালে নির্মিত একটি পরিত্যক্ত মিল
১৯৮৪ সালে নির্মিত সায়েরাভো উইন্টার অলেম্পিক এর একটি ট্রেক ।
চীনের জিয়াংজি প্রদেশের এই খালটি হঠাৎ করেই শুকিয়ে যায়
রিগঊন হোটেল, উত্তর কোরিয়াঃ উত্তর কোরিয়ানদের পাগলামির আরেকটা দৃষ্টান্ত হচ্ছে এই হোটেলটি। ১০৫ তলা এই ভবনটির নির্মান কাজ ২০০৮ সালের দুর্ভিক্ষের কারনে বন্ধ হয়ে যায়।
চীনের সেইচাং প্রদেশে ১৩০০ বছর আগে নির্মিত এই শহরটি আবিষ্কার করা হয়েছে বিগত শতাব্দীর মাঝামাঝি সময়ে। শহরটি জিয়ান নদীর বন্যায় তলিয়ে যায়।
ইতালির গুইডো গালেত্তি ১৯৫৪ সালে যিশুখ্রীষ্টের এই মূর্তিটি নির্মাণ করেন যা পানিতে তলিয়ে যায়।
তাইওয়ানের কিলাং অঞ্চলের একটি অর্ধনির্মিত এপার্টমেন্ট ভবন। এর কন্সট্রাকশান কম্পানি ১৯৯৭ সালে দেউলিয়া ঘোষিত হয় এবং ভবনটি চিরতরে পরিত্যাক্ত হয়ে যায়।
রাশিয়ার পরিত্যাক্ত একটি রকেট ফ্যাক্টরি
তথ্যসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ রাত ২:০৬