জুলাই-অগাস্ট বিপ্লবের পর পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম। ১৯৯১ সালের জানুয়ারিতে ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ময়নুল ইসলাম। বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপিকে ডিঙিয়ে ময়নুলকে দায়িত্ব দেয়া হলেও সিভিল সার্ভিস ক্যাডারে জ্যেষ্ঠতা বিবেচনায় অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। আজ (শনিবার -২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার একটা বক্তৃতার একটা ভিডিও ক্লীপ দেখলাম। এই প্রথম একজন আইজিপিকে দেশের জনগনের পক্ষে কথা বলতে দেখছি আমরা।
বিগত সরকারের আমলে পুলিশের বিরুদ্ধে মানুষের ঘৃনা ও ক্ষোভ চরম পর্যায়ে পৌছিয়েছিল। রাস্ট্রীয় পেটোয়া বাহিনীতে পরিনত হয়েছিল পুলিশ ও র্যাব। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুম ও বিচার বহির্ভুত হত্যাকান্ডের মত মারাত্মক সব অপরাধ পুলিশকে দিয়ে করানো হত। পুলিশ হয়ে দাড়িয়েছে সরকারের ব্য্যক্তিগত লাঠিয়াল বাহিনী যাদের অবস্থান ছিল জনগনের সম্পুর্ন বিরুদ্ধে। পতিত স্বৈরাচারী সরকারের দুই আইজিপি বর্তমানে গ্রেফতার হয়ে রিমান্ডে সব অপরাধই স্বীকার করেছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে এক ঝাক তরুন রক্ত দিয়েছে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। তাদের সীমাহীন ত্য্যাগ ও রক্তের বিনিময়ে আমরা যা কল্পনাও করি নাই, সেই সুদিন দেখতে সমর্থ হয়েছি। যে কোণ মূল্যে এই পরিবর্তনগুলোকে স্থায়ী করতে হবে। সংবিধান ও পুলিশে এমন সংস্কার আনতে হবে যাতে ভবিষ্যতে আর কোণ সরকার আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করার দুঃসাহস না দেখায়।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩