somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রামস : সর্বকালের সেরা :D:D

১৭ ই আগস্ট, ২০১১ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্রামারকে বলা যায় ব্যান্ডের মেরুদন্ড। কনসার্টে শ্রোতার নজর যদিও ভোকাল বা গিটারিস্টের ওপরই থাকে বেশি- কিন্তু একজন ড্রামার ছাড়া তো ব্যান্ডই অচল। গিটারিস্টের টুকিটাকি ভুল হলেও মূল ভোকাল বা ব্যান্ডের অন্য সদস্যরা তা ঠিক করে চালিয়ে নিতে পারে গানটা। কিন্তু ড্রামারের সামান্য ভুলেই নিশ্চিত কেঁচে যাবে গোটা শো। অতএব তার দায়িত্ব বেশি, দায়ও।

বিভিন্ন সময়ে বিভিন্ন কনসার্টে অসাধারণ শিল্পনৈপুণ্য দেখিয়ে আমাদের মুগ্ধ করেছেন অনেক বড় বড় ড্রামার। তারা সবাই নমস্য। পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ জনপ্রিয় তেমনি কয়েক জন ড্রামার নিয়ে আমার এবারের পোস্ট।

১)লারস উলরিচঃ মেটালিকা



ভেবেছিলেন বড় টেনিস খেলোয়াড় হবেন। এই স্বপ্ন নিয়েই সতেরো বছর বয়সে টেনিসের ওপর উচ্চতর ট্রেইনিং নিতে জন্মভূমি ডেনমার্ক ছেড়ে চলে গেলেন আমেরিকার লস এঞ্জেলেস। কিন্তু টেনিস খেলা নিশ্চয়ই তার বরাতে ছিল না। হেইটফিল্ডের কুনজরে(!) পড়ে বদলে গেলো তার ভাগ্য। তিনি হয়ে গেলেন সর্বকালের শ্রেষ্ঠ ড্রামারদের অন্যতম।

লারচ উলরিচের জন্ম ১৯৬৩ সালের ২৬ ডিসেম্বর ডেনমার্কের জেনটোফে এক মধ্যবিত্ত পরিবারে। ডেনিশ এই ড্রামারের সবচেয়ে বড় পরিচয় তিনি আমেরিকার হেভি মেটাল ব্যান্ড ‘মেটালিকা’র প্রতিষ্ঠাতা। স্থানীয় দৈনিক পত্রিকায় এক বিজ্ঞাপন দেখে হেইটফিল্ডের (পরবর্তীতে মেটানিকার ভোকাল) সাথে পরিচিত হন তিনি। এই দুয়ের হাত ধরেই শুরু হয় হেভিমেটাল দুনিয়ায় মেটালিকার ঐতিহাসিক যাত্রা।

লারসের বয়স যখন ১০ বছর তখন এক কনসার্টে প্রথমবারের মতো ওই সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ডিপপার্পল’ এর পারফরমেন্স দেখার সুযোগ ঘটে তার। এখানে গায়ক রিচি ব্লাকমোরের গান দারুণ উৎসাহিত করে তাকে। সঙ্গীতভূবনে আসার জন্য তার উৎসাহ দেখে ১৩ বছর বয়সে উলরিচের দাদী তাকে উপহার দেন জীবনের প্রথম ড্রামসেট। তখনও অবশ্য সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি- টেনিস নাকি ড্রাম। যাই হোক, ১৯৭০ সালের শেষদিকে তিনি পরিবারের সাথে চলে যান ক্যালিফোনিয়া। তখন সেখানকার ছেলেমেয়েরা ছিল রকঅ্যান্ডরোল মিউজিক বলতে পাগল। এই পাগলামি তাকে বানিয়ে তোলে পূর্ণাঙ্গ এক মেটালশিল্পী। মাত্র ১৮ বছর বয়সেই দিনরাত জ্যামিং করছেন জেমস হেইটফিল্ডের মতো ঘাগু তারকার সঙ্গে। ১৯৮১ সাল থেকে অদ্যাবধি মেটালিকার সঙ্গে জড়িয়ে আছেন লারস উলরিচ।

২)মাইকেল হেনরি ম্যাকব্রেইনঃ আয়রন মেইডেন



হেভি মেটালব্যান্ড আয়রন মেইডেনের ড্রামার মাইকেল হেনরি ম্যাকব্রেইনের জন্ম ১৯৫২ সালের ৫ জুন। আয়রনদের সাথে আছেন সেই ১৯৮২ সাল থেকে। লম্বা একটা নাম থাকলেও দুনিয়াজুড়ে কিন্তু তিনি পরিচিত ‘নিকো’ নামে। এর পেছনে একটি গল্প আছে। আয়রন মেইডেন-এর কিবোর্ডিস্ট বিলি ডে একদিন ম্যাকব্রেইনের সাথে অন্য সকলের পরিচয় করিয়ে দেন এই বলে যে, ও আমার ইতালিয়ান ড্রামার। নাম নিকো। সেই থেকে তার নাম হয়ে যায় নিকো। ম্যাকব্রেইন নিজেও জানান, ছোটবেলায় তার একটা পোষা ভাল্লুক ছিল- নাম নিকোলাস। ভাল্লুকটা তার সঙ্গেই থাকতো সবসময়। এ কারণেও তার বাবামা তাকে নিকি নামে ডাকতো।

ম্যাকব্রেইনকে ধরা হয় হেভি মেটাল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ। হেভি মেটাল সঙ্গীতের উন্নতি সাধনে তার অবদান তুলনাহীন। তার সম্পর্কে এক মন্তব্যে আয়রন মেইডেনের মেইন ভোকাল স্টিভ হ্যারিস বলেন, তার কোনো বিকল্প নেই। তার মতো এমন দ্বিতীয় কেউ নেই যে এই ব্যান্ডের জন্য উপযুক্ত। একজন গিটারিস্ট যেভাবে গিটার বাজায় সেই একই আবেগ নিয়ে ড্রাম বাজায় নিক। সে যে শুধু গানের বিটটাকেই ধরে রাখে না, বরং পুরো জিনিসটাকেই পরিচালনা করে। নিক ড্রাম বাজায় গিটারিস্টদের রিফের সাথে মিল রেখে। নোটের পর নোট ঠিক রাখে ও যেটা আমি অন্য কাউকে করতে দেখিনি।

৩)শন ড্রেভারঃ মেগাডেথ



মেগাডেথ ও আইডালোন এর ড্রামার শন ড্রেভারের জন্ম ১৯৬১ সালের ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ১৩ বছর বয়সে প্রথম ড্রাম বাজানো শুরু করেন। এরপর যুক্ত হন আইডোলোন-এর সাথে। ড্রামের পাশাপাশি গিটারেও দারুণ চালু তার হাত। মেগাডেথ-এর ব্ল্যাকমেইন দ্য ইউনিভার্স ট্যুরে গিটার বাজিয়েছেন তিনি। অনুষ্ঠানটি হয় জাপানের কাওয়াসাকি শহরে। ‘প্যারানয়েড’ এবং ‘পিস সেলস’ গান দুটিতে নিজেদের বাদ্যযন্ত্র অদলবদল করে নেন শন আর তার ভাই গ্লেন ড্রোভার। গ্লেন চলে যান ড্রামসে শন বাজান গিটার।

২০০৪ সালের অক্টোবরে শন ড্রোভার যখন যোগ দিলেন মেগাডেথ ব্যান্ডে, তখন তার প্রথম মাথাব্যথা ছিল ভক্তদের কাছ থেকে স্বীকৃতি আদায় করা। মেগাডেথের নিজস্ব মিউজিকের অনন্য কৌশল আয়ত্ত করাটা নয়। ড্রোভার বললেন, আমি ভক্তদের কাছে গ্রহণযোগ্যতা চেয়েছি, আমার মনে হয় প্রায় দুই বছর পর আমি পেয়ে গেছি আমার ইপ্সিত গ্রহণযোগ্যতা।


৪)মাইকেল স্টিভেন পোর্টনয়ঃ ড্রিম থিয়েটার


প্রোগ্রেসিভ মেটাল ব্যান্ড ড্রিম থিয়েটারের ড্রামার মাইকেল স্টিভেনের জন্ম ১৯৬৭ সালের ২০ এপ্রিল। তিনি একই সাথে দলটির ব্যাকআপ ভোকালও বটে। মডার্ন ড্রামার ম্যাগাজিনের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন ২৩ বার। ড্রিম থিয়েটারের শেষ পাঁচটি অ্যালবাম প্রযোজনার কাজ করেছেন গিটারিস্ট জন পেট্রুচ্চির সঙ্গে মিলে। ড্রিম থিয়েটারের জন্য লিখেছেন অসাধারণ অনেকগুলো গান। তিনি সবচেয়ে কম বয়সী দ্বিতীয় মানুষ (প্রথমজন নিল পিয়ার্ট) যিনি মাত্র ৩৭ বছর বয়সে অভিষিক্ত হয়েছেন মডার্ন ড্রামারস হল অব ফেম-এ। তাকে তুলনা করা যেতে পারে একমাত্র ‘পরকুপাইন ট্রি’ ব্যান্ডের গেভিন হ্যারিসনের সাথে।

পোর্টনয়ের ড্রাম বাজানোর প্রেরণা ‘রাশ’ ব্যান্ডের নিল পিয়ার্ট। বেস্ট আপ-অ্যান্ড-কামিং ট্যালেন্ট এর জন্য একবার, বেস্ট ক্লিনিসিয়ানের জন্য দুইবার, বেস্ট এডুকেশনাল ভিডিও-এর জন্য দুইবার, বেস্ট রেকর্ড পারফরমেন্স-এর জন্য ছয়বার এবং বেস্ট প্রগ্রেসিভ রক ড্রামার-এর জন্য পরপর বারোবার পুরস্কৃত হয়েছেন তিনি। ১৯৮৫ সাল থেকে আজ অবধি যুক্ত আছেন ড্রিম থিয়েটার ব্যান্ডের সাথে। এছাড়াও কাজ করেছেন বেশ কয়েকটি প্রগ্রেসিভ ব্যান্ড তৈরির পেছনে। এগুলো হচ্ছে ট্রান্স-আটলান্টিক, লিকুইড টেনশন এবং লিকুইড ট্রায়ো।
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

আত্মপোলব্ধি......

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

আত্মপোলব্ধি......

একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

লিখেছেন হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।

লিখেছেন তানভির জুমার, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?

লিখেছেন রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।

আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন

×