আপনারা কেউ যদি কখনো এটিএম বুথে আক্রান্ত হন, কখনই কোন ধরনের প্রতিবাদ করার চেষ্টা করবেন না।কারণ আপনি জানেন না আক্রামণকারী কত টা বেপরোয়া হতে পারে। আপনার যা করতে হবে তা হল, আপনার গোপন পিন নাম্বারটি উলটো করে পাঞ্চ করুন।
উদাঃ যদি আপনার পিন নাম্বার হয় ১২৩৪, পাঞ্চ করুন ৪৩২১।
যেই মুহূর্তে আপনি উলটো পিন পাঞ্চ করবেন, টাকা বের হবে ঠিকই, কিন্তু অর্ধেক বের হয়ে আটকে যাবে এবং আক্রমনকারীর অজান্তেই নিকটস্থ পুলিশ স্টেশানে সতর্কতা পৌছে যাবে
প্রত্যেকটা এটিএম বুথে ই এ ধরনের ব্যবস্থা চালু আছে।এই ব্যাপারটা সবাই জানে না। ফেবু থেকে লিঙ্ক পেয়ে জনস্বার্থে ব্লগে দিলাম।
সবার কাজে লাগতে পারে ভেবে ফেবু তে পাওয়া তথ্য থেকে আমি এই পোস্ট টি দেই।তবে পোস্টে পড়া বিভিন্ন ব্লগারের মন্তব্য থেকে বুঝতে পারছি, আসলে বাংলাদেশে এরকম কোন ব্যবস্থা নাই। তো আপনারা যারা এখান থেকে অথবা ফেবু থেকে পোস্টে দেয়া তথ্য জেনেছেন, তাদের কে অনুরোধ করছি প্লিজ এরকম কোন কৌশল অবলম্বন করতে যাবেন না। এটা সম্পুর্ণ ভুল একটা তথ্য। বাংলাদেশের এটিএম বুথ গুলো তে এ ধরনের কোন ব্যবস্থা চালু নেই।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৫