অস্তায়মান পৃথিবীর দিকে তাকিয়ে
দীর্ঘশ্বাস ফেলে হায়েনার দল শবে ডুবে যায় ।
মাথানিচু করে হাসি গল্পে মজে, রক্তরসে টইটম্বুর হাড়-মাংসে দাঁত বসায় ।
মজা লুটতে শুরু করে পৃথিবীর শেষ শবের ।
রাতের আঁধার ঘনায় আবহমান পৃথিবীতে
জোছনা খেকু কুকুরের দল দাঁত কেলিয়ে হাসে ।
শুকনো রুটির মত চাঁদটাকে চায়ে ভিজিয়ে
নরম মোলায়েম , ডুক করে গিলে ফেলে ।
শবেদের মিছিলে জীবিত মানুষের গায়ে হামলে পরে
একটি দুটি কয়েকটি শকুন, কিংবা পিচাশ ।
জীবনের শেষ কয় ফোঁটা রক্ত মিশে যায় কালো পীচে,
কেওবা মরার আগে লাশ হয়, বারবার বারবার ।
কারো জীবনের ছায়া মেলে বদ্ধ ঘরের শীতল পাখায় ।
এতো এতো অক্সিজেন খেকু জীবিত লাশ !
লাশেরা ক্ষুদ্ধ, বিরক্ত! লাশেদের পৃথিবীতে সবাইকেই মৃত্যু বরণ করতে হয় ।
শুধু পৃথিবীতেই দেখা মেলে বিশুদ্ধ জীবিত লাশেদের ।হাটে চলে ফিরে খায়-দায় !
নখদন্তহীন , বাকরুদ্ধ , নতজানু , অন্ধ লাশেদের দাপাদাপিতে তনুরা মরে বেঁচে যায় ।
জান্নাত ফালানির ভার রাষ্ট্র নিতে ব্যার্থ হয়, সাগর রুনিরা অকালে হারিয়ে যায়।
ফ্রাঙ্কেস্টাইন আর ড্রাকুলারাই শুধু প্রাণের স্পন্ধন নিয়ে হাজির হয়।
বিষদাঁত , ধারালো নখরের আঘাতে ক্ষত-বিক্ষত করে মানুষের গোশত ।
জীবিত লাশেরা মিছিল করে মিটিংকরে, মোমবাতি জ্বালায়, বক্তৃতা দেয় আর কলাম লেখে ।
৩০/৩/২০১৬ । সন্ধ্যা তারা জ্বলার আগে
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২০